বাণিজ্যিকভাবে নয় বাড়িতে কিংবা ছাদ বাগানে অনেকেই গোলাপ তৈরি করেন ভালবেসে। তবে বাড়িতে গোলাপ গাছ বৃদ্ধির সময় হঠাৎই দেখবেন গাছের গোড়ার দিক থেকে সবুজ সতেজ ডালের বৃদ্ধি হয়। যা অনান্য গাছের ডালের থেকে দ্রুত বৃদ্ধি হয় এই ধরণের ডাল যা গোলাপ গাছের এলা ডাল নামে পরিচিত।
আরও পড়ুন: কবে খুলবে ক্ষীরাইয়ের ফুলের স্বর্গ? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন! কম খরচে দারুণ জায়গা
advertisement
আর এই গাছের ডাল চেনার আরও একটি সহজ পদ্ধতি হল এলাডাল যা সাতটি পাতার সমাহারে বেড়ে ওঠে। গোলাপ গাছে এলাডাল দেখতে সুন্দর হলেও এই ডালে কোন প্রকার ফুল পাওয়া যায় না বরং টবের মাটি থেকে বেশিরভাগ খাদ্য এই ডাল সংগ্রহ করে নেয়। যার ফলে গাছের অনান্য অংশের তেমনভাবে বৃদ্ধি হয় না। এক্ষেত্রে প্রথমেই উচিত এই ডাল ছেঁটে ফেলা। আর এভাবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন। শীতে অনেক বাগান প্রেমীরা গোলাপে সাধের বাগান ভরিয়ে তুলছে তা বলাই বাহুল্য।
জুলফিকার মোল্লা