সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়েছে, স্বাতীর ক্ষেত্রে ভুল করে লোকাল অ্যানেস্থেশিয়ার বদলে স্যালিসাইক্লিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে ৷ তবে তিনি এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকরে বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও অবধি ৷
কিন্তু কেন এই অবস্থার শিকার হতে হল স্বাতীকে? সে বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে লিখেছেন মুম্বইয়ের এন্ডোডোন্টিস্ট ডক্টর নিকিতা মেহরা ৷ তিনি বলেছেন রুট ক্যানাল পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত দাঁতের নরম পাল্পের অংশকে বাদ দেওয়া হয় ৷ এই পাল্পেই রয়েছে নার্ভ, টিস্যু এবং ব্লাড ভেসল ৷ এই চিকিৎসাপদ্ধতিতে ক্রাউন থেকে পাল্পের অংশটিকে সম্পূর্ণ তুলে ফেলা হয় ৷ এর পর ক্ষতিগ্রস্ত দাঁতের রুট বা শিকড়ের অংশ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয় ৷ যাতে সংক্রমণ আবার না হয় ৷ এর পর ক্যানাল ফিলিং মেটিরিয়াল দিয়ে রুট পূর্ণ করা হয় ৷
advertisement
আরও পড়ুন : সদ্য মা হয়েছেন? এই কাজ নিয়মিত করলে ব্রেস্টমিল্কের যোগান বাড়বে
আরও পড়ুন : পুরুষদের কোন বয়স বাবা হওয়ার জন্য আদর্শ? কোন বয়সে স্পার্মের মান খারাপ হয়?
চিকিৎসক মেহরার মতে, লোকাল অ্যানস্থেশিয়ার মাধ্যমে করা এই পদ্ধতি খুবই নিরাপদ ৷ তবে পিন ফোটানর মতো সামান্য যন্ত্রণা হতে পারে বলে জানিয়েছেন তিনি ৷ তবে এই যন্ত্রণা মৃদু ও সাময়িক বলেও জানিয়েছেন তিনি ৷ নিজের থেকেই এই ব্যথা কমে যায় বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসক ৷ পাশাপাশি সামান্য ফুলে ওঠার কথাও বলেন তিনি ৷ কিন্তু জটিল সমস্যার কথাও এড়িয়ে যাননি চিকিৎসক মেহরা ৷ তাঁর কথায়, রোগীকে যদি দুর্ঘটনাবশত লোকাল অ্যানাস্থেটিক উপকরণ ছাড়া অন্য কিছু প্রয়োগ করা হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ৷ স্বাতীর ক্ষেত্রে স্যালিসাইক্লিক অ্যাসিড দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে ৷