TRENDING:

Root Canal Treatment : দাঁতের চিকিৎসা করাতে গিয়ে মুখ ফুলে বীভৎস রূপ অভিনেত্রীর! জানুন বিপত্তির কারণ

Last Updated:

Root Canal Treatment : তিনি এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকরে বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও অবধি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুট ক্যানাল সার্জারি করে সম্প্রতি শিরোনামে এসেছিলেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী স্বাতী সতীশ ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রুট ক্যানাল করার ফলে স্বাতীর মুখের ডান দিক সম্পূর্ণ ফুলে গিয়ে বিকট আকার ধারণ করেছিল ৷ অভিযোগ, তিনি বার বার বলার পরও ডেন্টিস্ট আশ্বস্ত করেছিলেন যে কয়েক ঘণ্টার মধ্যেই এই ফোলা অংশ কমে যাবে ৷ কিন্তু তাঁর দাবি, ২০ দিন ধরে ওই অবস্থা তাঁকে সহ্য করতে হয়েছে ৷
রুট ক্যানাল করার ফলে স্বাতীর মুখের ডান দিক সম্পূর্ণ ফুলে গিয়ে বিকট আকার ধারণ করেছিল
রুট ক্যানাল করার ফলে স্বাতীর মুখের ডান দিক সম্পূর্ণ ফুলে গিয়ে বিকট আকার ধারণ করেছিল
advertisement

সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়েছে, স্বাতীর ক্ষেত্রে ভুল করে লোকাল অ্যানেস্থেশিয়ার বদলে স্যালিসাইক্লিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে ৷ তবে তিনি এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকরে বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও অবধি ৷

কিন্তু কেন এই অবস্থার শিকার হতে হল স্বাতীকে? সে বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে লিখেছেন মুম্বইয়ের এন্ডোডোন্টিস্ট ডক্টর নিকিতা মেহরা ৷ তিনি বলেছেন রুট ক্যানাল পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত দাঁতের নরম পাল্পের অংশকে বাদ দেওয়া হয় ৷ এই পাল্পেই রয়েছে নার্ভ, টিস্যু এবং ব্লাড ভেসল ৷ এই চিকিৎসাপদ্ধতিতে ক্রাউন থেকে পাল্পের অংশটিকে সম্পূর্ণ তুলে ফেলা হয় ৷ এর পর ক্ষতিগ্রস্ত দাঁতের রুট বা শিকড়ের অংশ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয় ৷ যাতে সংক্রমণ আবার না হয় ৷ এর পর ক্যানাল ফিলিং মেটিরিয়াল দিয়ে রুট পূর্ণ করা হয় ৷

advertisement

আরও পড়ুন :  সদ্য মা হয়েছেন? এই কাজ নিয়মিত করলে ব্রেস্টমিল্কের যোগান বাড়বে

আরও পড়ুন :  পুরুষদের কোন বয়স বাবা হওয়ার জন্য আদর্শ? কোন বয়সে স্পার্মের মান খারাপ হয়?

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

চিকিৎসক মেহরার মতে, লোকাল অ্যানস্থেশিয়ার মাধ্যমে করা এই পদ্ধতি খুবই নিরাপদ ৷ তবে পিন ফোটানর মতো সামান্য যন্ত্রণা হতে পারে বলে জানিয়েছেন তিনি ৷ তবে এই যন্ত্রণা মৃদু ও সাময়িক বলেও জানিয়েছেন তিনি ৷ নিজের থেকেই এই ব্যথা কমে যায় বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসক ৷ পাশাপাশি সামান্য ফুলে ওঠার কথাও বলেন তিনি ৷ কিন্তু জটিল সমস্যার কথাও এড়িয়ে যাননি চিকিৎসক মেহরা ৷ তাঁর কথায়, রোগীকে যদি দুর্ঘটনাবশত লোকাল অ্যানাস্থেটিক উপকরণ ছাড়া অন্য কিছু প্রয়োগ করা হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ৷ স্বাতীর ক্ষেত্রে স্যালিসাইক্লিক অ্যাসিড দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Root Canal Treatment : দাঁতের চিকিৎসা করাতে গিয়ে মুখ ফুলে বীভৎস রূপ অভিনেত্রীর! জানুন বিপত্তির কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল