তার আগেই অকাল বৃষ্টিতে মন খারাপ বাগানীদের। কারণ শীতকালীন ফুল গাছ বৃষ্টির জলে নষ্ট হতে পারে। তবে বৃষ্টির পরেই কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। অনেকেই ভাবছেন শীতের সময় কোন কোন গাছ রোপন করবেন। শীতের মরশুমের জনপ্রিয় ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, পিটুনিয়া, ডায়নথাস, গোলাপ, সিলভিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মতো রঙিন ফুলে সাজিয়ে তুলতে পারেন।
advertisement
একটানা অকাল বৃষ্টিতে অনেকসময় টবের মাটির উপর জল জমে থাকে। সর্বপ্রথম টবের মাটির উপরে থাকা জল সরিয়ে ফেলুন ও গাছের কোন পাতায় এবং ফুল যদি ভিজে মাটির সঙ্গে থাকে তা তুলে ফেলুন। বৃষ্টির পর রোদ উঠলে প্রথমেই হালকা করে গাছের মাটি খুসে দিন।
খেয়াল রাখবেন যেন কোনওভাবেই গাছের গোড়া ও শিকড়ে আঘাত না লাগে। এর পরপরই বিকালের পর সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে এক থেকে দুই চামচ ফাঙ্গিসাইড গুলে গাছের পাতায় স্প্রে করে দিন। আর এভাবেই শীতের আগে বাগান তৈরির প্রস্তুতি সেরে নিতে পারেন।
জুলফিকার মোল্লা