আরও পড়ুন- আসছে হাড় জ্বালানো গ্রীষ্ম! প্রবল রোদেও শরীরের যত্ন নেবে পুষ্টিগুণে ঠাসা তরমুজ
প্রতি পাঁচ বছর অন্তর এই দম্পতিদের (Happy Married Life) বার্কলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে আসতে অনুরোধ করা হয়েছিল। সেখানে এসে তাঁরা নিজেদের সম্পর্ক এবং স্বাস্থ্য (ধূমপান, মদ্যপান, কফি খাওয়া, খেলাধুলো সব নিয়েই) নিয়ে কথা বলতেন। তাঁদের কথোপকথন এবং নানাবিধ তথ্য থেকেই গবেষকরা দেখেন মতানৈক্য এবং সুখী মুহূর্ত দুইয়েরই প্রভাব পড়ে শরীরে।
advertisement
আরও পড়ুন- আজ সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস, ফেসবুক, ট্যুইটার এমনকী গুগলও নিষিদ্ধ এই সব দেশে
এই গবেষণার লক্ষ্য ছিল, দম্পতিরা (Happy Married Life) নিজেদের মধ্যে কতখানি সময় জুড়ে নৈকট্য উপভোগ করছেন, বা আনন্দে কাটাচ্ছেন বা ঘনিষ্ঠ হচ্ছেন। গবেষকরা জানিয়েছেন, জীবনে সুখী (Happy Married Life) মুহূর্ত বাঁচার সময়কালকে দীর্ঘায়িত করেছে। দীর্ঘ মেয়াদি সম্পর্ক সুস্বাস্থ্যের চাবিকাঠি বলেও জানিয়েছেন তাঁরা।
“আমরা দেখেছি, যারা সুখী সম্পর্কে রয়েছেন তাঁদের নানান রোগও কম হয়েছে, এবং ১৩ বছরে তাঁদের স্বাস্থ্য আরও ভালো হয়েছে, এবং আরও ৩০ বছর বেশি বাঁচার মতো পজিটিভিটিও রয়েছে তাঁদের মধ্যে,” বলেন সাইকোলজির অধ্যাপক ও গবেষক রবার্ট লেভেনসন।