আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকা অনর্গল মিথ্যে বলেন? তাঁদের কোন আচরণ থেকে বুঝতে পারবেন?
যদি শৌচাগারে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেউ? তা হলে দরজা খুলে তাঁকে বাইরে বার করে আনতে সুবিধে হবে ৷ এরকম জরুরিকালীন পরিস্থিতির কথা ভাবা হয় সবার আগে৷
পাবলিক টয়লেটের ভিতরে কেউ আছেন কিনা সেটা সব সময় বাইরে থেকে বোঝা নাও যেতে পারে ৷ কারণ দরজার লকিং ব্যবস্থা অনেক সময়েই যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে যেতে পারে৷ সেদিক দিয়ে দরজার অর্ধাংশ উন্মুক্ত হওয়ায় বাইরে থেকে পায়ের অংশ দেখে বোঝা যাবে ভিতরে কেউ আছেন৷
advertisement
আরও পড়ুন : ঘুমোতে ভালবাসেন? জানেন কি অতিরিক্ত ঘুম স্ট্রোকের বড় কারণ!
টয়লেটের ভিতরে ধূমপান পাবলিক প্লেসে নিষিদ্ধ৷ অনেক সময়েই তা সমস্যার কারণও হতে পারে৷ সেই নিয়ম লঙ্ঘন করে শৌচাগারে কেউ ধূমপান করছেন কিনা, জানার জন্য ছোট দরজাই বাঞ্ছনীয়৷ টয়লেট থেকে ধোঁয়া বার হতে দেখলেই ধরা পড়বেন নিয়ম লঙ্ঘনকারীও৷
আরও পড়ুন : বয়স ৩০ পেরিয়েছে? ডায়েটে এই খাবারগুলি আছে তো?
টয়লেটের দরজা এরকম হলে সহজেই কিছু না কিছু জিনিস ভিতরে পাঠানো যায়৷ টিস্যু পেপার, সংবাদপত্র, মোবাইল ফোন প্রয়োজন হলেই ভিতরে পাঠানো যায়, দরজা না খুলেই৷ ফলে লজ্জাজনক এবং অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানো যায় সহজেই৷