ভাইয়ের হাতে সেরা ডিজাইনের স্টাইলিশ রাখি তুলে দিতে দোকানে দোকানে ঢুঁ মারেন বোনেরা। সে কথা মাথায় রেখে দুর্দান্ত সব ডিজাইনের রাখী তৈরি করে নামিদামি ব্র্যান্ডও। করোনার জেরে বিধিনিষেধ লাগু ছিল গত ২ বছর। এবছর সংক্রমণের প্রকোপ কম। তাই অসাধারণ সব রাখির পসরা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন কোম্পানি এবং ডিজাইনাররাও। যেগুলো শুধু স্টাইলিশ তাই নয়, যথেষ্ট সৃজনশীলও। এখানে দেখে নেওয়া যাক সে রকমই কিছু রাখির সুলুকসন্ধান।
advertisement
সমৃদ্ধির রাখি: আভিজাত্যে মোড়া এই রাখি নিয়ে এসেছে ধোরা ইন্ডিয়া। ভাইয়ের কবজিতে রাজকীয় স্পর্শ এনে দেবে। হস্তশিল্পের এক আদর্শ নিদর্শন। এই রাখিগুলো উচ্চ মানের পিতলে তৈরি, সোনার জলে চোবানো। রাখিগুলো ৯ ইঞ্চি লম্বা, সঙ্গে ফিশ লক আছে। তাই যে কোনও কবজিতেই ফিট করে যাবে।
আরও পড়ুন : প্রসাধনী লাগবেই না! এই সহজ ব্যায়ামেই আপনার চিরতরুণ মুখের ত্বক থেকে বয়স থাকবে শত হস্ত দূরে
ফ্লোরাল রাখি: নাম থেকেই বোঝা যাচ্ছে, এই রাখিতে রয়েছে ফুলের ছোঁয়া। এগুলো ডিজাইন করেছেন করণ তোরানি। রাখিগুলোতে যেন রঙের রায়ট লেগেছে। তবে চোখে অতুলনীয় প্রশান্তির ছোঁয়া দেয়। গোলাপি, সবুজ এবং মেরিগোল্ড ফ্যাব্রিকের ক্যানভাসে মিলবে করণ তোরানির ডিজাইন করা ফ্লোরাল রাখি।
কনটেম্পোরারি রাখি: এ রাখি শুধু রাখি নয়, ব্রেসলেটও বটে। আধুনিক ভাইদের মন জয় করতে এই রাখির জুড়ি নেই। কনটেম্পোরারি রাখির বিশাল পসরা নিয়ে এসেছে আউটহাউস জুয়েলারি। গেরুয়া, নীল সুতোর মাঝে কাঠ বা সেরামিকের প্লেট। চোখ জুড়ানো ডিজাইন। ভাই-বোনের অটুট বন্ধনের প্রতীক।
আরও পড়ুন : পেশাদার ঘুমন্ত চাই! উৎকৃষ্ট মানের নিদ্রায় দীর্ঘ ক্ষণ ঘুমোলেই পাবেন লোভনীয় চাকরি
প্রাণবন্ত এবং আনন্দময়: সাধারণ রঙিন সুতোয় ধাতুর অসাধারণ শিল্পকর্ম। হালকা এবং ছিমছাম। এই রাখিকে এভাবেই ব্যাখ্যা করতে হয়। এমন রঙিন এবং প্রাণবন্ত রাখির বিপুল সম্ভার নিয়ে এসেছে হাউস অফ তুহিনা। প্রত্যেকটা রাখিই অসাধারণ শিল্পকর্মের উদাহরণ হয়ে থাকবে। সরু সুতোর উপর ধাতুর ছোট ছোট কাজ সত্যিই আসাধারণ। ভাইয়ের কবজিতে বাঁধলে যে এটা সুন্দর দেখতে লাগবে তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না।