TRENDING:

Purulia Tourism: ছোট্ট ছুটিতে পুরুলিয়া যাচ্ছেন? জয়চণ্ডী পাহাড়ে এ বার পর্যটকদের জন্য বিরাট সুবিধে! জানুন বিশদে

Last Updated:

Purulia Tourism: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড়ে ওঠার সিঁড়ির পাশে বসান হল স্টিলের রেলিং। এই রেলিং বসানোর ফলে পর্যটকরা সহজে এবং নিরাপদে এখন পাহাড়ে ওঠানামা করতে পারছেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু দাস, পুরুলিয়া: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়ির পাশে বসান হল স্টিলের রেলিং। এই রেলিং বসানোর ফলে পর্যটকরা সহজে এবং নিরাপদে এখন পাহাড়ে ওঠানামা করতে পারছেন। জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সাংসদ তহবিল থেকে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তীর অনুদানে এই রেলিং বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
advertisement

বছরের প্রায় প্রতিটি দিনেই পর্যটকদের ভিড়ে মুখর থাকে জয়চণ্ডী পাহাড়। বিশেষ করে উৎসবের সময়ে এবং ছুটির দিনে এই স্থান হয়ে ওঠে জনসমুদ্র। তবে এতদিন পাহাড়ে উঠতে গিয়ে অনেক পর্যটককেই সমস্যায় পড়তে হয়েছে, বিশেষত বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল পর্যটকদের জন্য ছিল বাড়তি ঝুঁকি। এবার সেই চিত্র বদলে গেল। রেলিং বসানোর ফলে বিশেষ করে প্রবীণ ও শিশু পর্যটকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের মতে, পাহাড়ে উঠতে এখন আর আগের মত ভয় লাগছে না। অনেকে আবার বলছেন, এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।

advertisement

আরও পড়ুন : নদীর ঠান্ডা বাতাসে সেলফি, আড্ডা, প্রেম, খুনসুটি…শহরের মাঝে এক টুকরো খোলা বাতাস মন ফুরফুরে করে দেয়

পর্যটকদের মতে, জয়চণ্ডী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে শারীরিক কষ্ট একটা বড় বাধা হয়ে দাঁড়াত। এখন এই রেলিং থাকায়, একদিকে যেমন শারীরিক সহায়তা মিলছে, অন্যদিকে মানসিক সাহসও পাওয়া যাচ্ছে। রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান, “পর্যটকদের সুবিধার্থে জয়চণ্ডী পাহাড়ে আরও নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাহাড়কে ঘিরে পর্যটন পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে।”

advertisement

জয়চণ্ডী পাহাড়ে ওঠানামার জন্য রেলিংয়ের এই বিশেষ সুবিধা পাহাড় ভ্রমণে আসা পর্যটকদের জন্য চলাচলকে করেছে আরও নিরাপদ। নিরাপত্তা ও আরামের এই নতুন সংযোজন পর্যটকদের মনে এনে দিয়েছে স্বস্তি।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: ছোট্ট ছুটিতে পুরুলিয়া যাচ্ছেন? জয়চণ্ডী পাহাড়ে এ বার পর্যটকদের জন্য বিরাট সুবিধে! জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল