আরও পড়ুনঃ জেদি নোংরা নিমেষে ভ্যানিশ! জামা-কাপড়ে চা, কফির দাগ তুলতে ম্যাজিকের মতো কাজ করে এই টোটকা, রইল টিপস
এই পরিস্থিতিতে এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এয়ার কুলার। ।বাড়িতে বসে খুব সামান্য খরচে কী ভাবে একটা এয়ার কুলার তৈরি করবেন। তা নিয়ে ছাত্ররা জানায়। তারা এই কুলারটি বানিয়েছেন সহজ কিছু জিনিস দিয়ে। একটি কন্টেনার, মোটর, পাখা ও কিছু ঘাস কিংবা বিচুলি।
advertisement
প্রথমে কন্টেনারে একটি গোল করে কেটে নিয়ে তার ভিতরে মোটরে একটি পাখা প্রতিস্থাপন করে। তারপর কিছু ঘাস কিংবা বিচুলি কন্টেনারের পিছনের কাটা অংশে সাজিয়ে দিয়ে ও উপরের জলের ড্রাম কিংবা বোতল প্রতিস্থাপন করতে হবে। আর এভাবে খুব কম খরচেই শুধু নয় পরিবেশ বান্ধব উপায়ে ঘর ঠান্ডা করা সম্ভব। আর এই সমস্ত উপকরণের জন্য খরচও অনেক কম। সমগ্র সামগ্রী মিলিয়ে প্রায় ৬০০ টাকার মত খরচ হতে পারে। বাড়িতে আপনিও তৈরি করতে পারেন কুলার এমনই উপায়ে। এতে শুধু পয়সা খরচ কম হবে তা নয় পরিবেশেও মিশবে না ক্লোরোফ্লুরোকার্বন।
জুলফিকার মোল্যা