TRENDING:

Physical Relation: শারীরিক সম্পর্ক অনেক দিন না হলে কি গোপনাঙ্গে এই সমস্যাগুলো হয়? রইল সহজ সমাধান

Last Updated:

Physical Relation: শারীরিক সম্পর্ক অনেক দিন না হলে কি গোপনাঙ্গে এই সমস্যাগুলো হয়? রইল সহজ সমাধান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের সমাজে যৌনতা নিয়ে লুকোচুরি থেকেই যৌনজীবন তথা যৌনতা ঘিরে ভ্রান্ত ধারণা তৈরি করে৷ অনেকেরই ধারণা, দীর্ঘদিন শারীরিক মিলন না হলে পরবর্তীতে যৌন সম্পর্ক স্থাপনে সমস্যা হয়৷ কিন্তু এটা ভ্রান্ত ধারণা৷ এই ধারণা ঘিরে কী কী মিথ প্রচলিত, জেনে নেওয়া যাক৷ (Fact versus myths in physical life)
advertisement

হাইমেনের পুনরাগমন-

প্রচলতি বিশ্বাস, দীর্ঘ দিন যৌনজীবন ব্যাহত হলে হাইমেন আবার চলে আসে৷ কিন্তু এই ধারণা ঠিক নয়৷ বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক না হলে ভ্যাজাইনা শক্ত হয়ে পড়েছে, এমন অনুভূতি হতেই পারে৷ কিন্তু সেটা শারীরিক সমস্যার থেকেও বেশি হয় মানসিক কারণে৷ যদি নার্ভাস লাগে, তাহলে সময় নিন৷ ফোর প্লে দীর্ঘায়ত করুন৷ তার পর সম্পর্কে প্রবেশ করুন৷

advertisement

ইচ্ছে তলানিতে-

এরকম ধারণা প্রচলিত আছে যে অনেক দিন শারীরিক সম্পর্ক না হলে লিবিডো বা যৌনতার ইচ্ছে কমে যায়৷ কিন্তু সম্পর্কের বন্ধন মজবুত হলে এই সমস্যা হওয়ার কথা নয়৷ তাছাড়া লোয়ার সেক্স ড্রাইভ থাকার প্রবণতা স্বাভাবিক৷ সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছে ওঠানামা করাও স্বাভাবিক৷ ‘অ্যাসেস্কুয়াল’ বা যৌনতারহিত হওয়াও অস্বাভাবিক নয়৷

advertisement

আরও পড়ুন : যৌনক্ষমতা বাড়িয়ে জীবন মসৃণ রাখতে চান? পুরুষরা ডায়েটে রাখুন রসুন

মানসিক প্রভাব-

নিয়মিত শারীরিক সম্পর্ক হলে এর বেশ কিছু উপকারিতা পাওয়া যায়৷ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, উচ্চরক্তচাপ প্রশমিত হওয়া, হৃদরোগের ঝুঁকি কম হওয়া-সহ একাধিক সুফল পাওয়া যায় বলে মনে করা হয়৷ তবে নির্দিষ্ট ডায়েট এবং ওয়ার্ক আউট রুটিনের জন্যও এই সমস্যাগুলি নিয়ন্ত্রিত হয়৷

advertisement

আরও পড়ুন : গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর

মানসিক স্বাস্থ্য-

যৌনতার ইচ্ছে কমে যাওয়ার সঙ্গে জড়িয়ে আছে মানসিক সুস্থতাও৷ অনেক সময়েই সম্পর্কে টানাপ়েন তৈরি হয় এই সমস্যা থেকে৷ মহিলাদের ক্ষেত্রে দীর্ঘ দিন পর শারীরিক সম্পর্ক হল উদ্বেগ কাজ করে৷ দীর্ঘ বিরতিতে তাঁদের ক্ষেত্রে যন্ত্রণাময় যৌনতা হওয়াও বিরল নয়৷ সেক্ষেত্রে সঙ্গীকে বলুন ফোরপ্লে দীর্ঘায়ত করতে৷

advertisement

আরও পড়ুন : এই সহজ উপকরণেই গরমকালে মুক্তি পান তেলতেলে নাক ও ব্ল্য়াকহেডস থেকে

ভ্যাজাইনায় শুষ্কতা-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেক্সুয়াল স্টিমুলেশন কম হলে ভ্যাজাইনা স্বাভাবিক আর্দ্রতা ব্যাহত হয়, এটা ঠিকই৷ এই সমস্যায় মহিলারা যাঁরা অনেক দিন পর শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, তাঁরা লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Physical Relation: শারীরিক সম্পর্ক অনেক দিন না হলে কি গোপনাঙ্গে এই সমস্যাগুলো হয়? রইল সহজ সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল