TRENDING:

Pregnancy Diet: গর্ভস্থ শিশুর কথা ভেবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফলটি নিয়মিত খান

Last Updated:

Pregnancy Diet: বিশেষজ্ঞরা মনে করেন, ভিটামিন সি-তে ভরপুর স্ট্রবেরি গর্ভবতী মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক জন অন্তঃসত্ত্বার ডায়েটে প্রচুর পরিমাণে তাজা ফল, সবুজ শাকসব্জি, দানাশস্য, দুধ, দুগ্ধজাত খাবার, ডিম, বীজশস্য, ডাল থাকা প্রয়োজন৷ ফলের মধ্যে স্ট্রবেরি খুবই উপকারী গর্ভকালীন সময়ে৷(benefits of strawberries for pregnant women)
নারীদিবসের বার্তা
নারীদিবসের বার্তা
advertisement

আমাদের হাতের কাছে চট করে পাওয়া না গেলেও অনলাইন এখন গোটা বিশ্বকেই হাজির করেছে আমাদের ঘরে৷ তাই ইচ্ছে করলে স্ট্রবেরি পাওয়াও সমস্যা হবে না৷ স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফলিক অ্যাসিড আছে৷ এই সব উপকরণই অন্তঃসত্ত্বার জন্য প্রয়োজনীয়৷

বিশেষজ্ঞরা মনে করেন, ভিটামিন সি-তে ভরপুর স্ট্রবেরি গর্ভবতী মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷ এককাপ স্ট্রবেরি থেকে ৮৪ মিলিগ্রাম ভিটামিলসি পাওয়া যায়৷ ভিটামিন সি কার্যকর হয়ে ওঠে কোলাজেন তৈরিতে৷ কোলাজেন হল সেই স্ট্রাকচারাল প্রোটিন, যা গর্ভস্থ শিশুর হাড়, কার্টিলেজ ত্বক নির্মাণে সাহায্য করে৷ অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ভিটামিন সি শরীরকে ইনফ্লেম্যাশনের হাত থেকে রক্ষা করে৷

advertisement

আরও পড়ুন : সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল

রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত থাকলে একাধিক সংক্রমণ ও অসুখ থেকে সুস্থ থাকা যায়৷ জুস, স্মুদি বা স্যালাড-যে কোনও ভাবে খেতে পারেন স্ট্রবেরি৷ ক্যালরিতেও নীচের দিকে স্ট্রবেরি৷ এক কাপ স্ট্রবেরিতে আছে মাত্র ৫০ ক্যালরি৷

আরও পড়ুন : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে

advertisement

আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

পাশাপাশি স্ট্রবেরিতে প্রচুর পরিমাণ ফাইবার আছে৷ এক কাপ স্ট্রবেরিতে ৩ গ্রাম ফাইবার আছে৷ তাই স্ট্রেবেরি খেলে অন্তঃসত্ত্বা অবস্থাতেও পেটের গণ্ডগোল হবে না৷ পরিপাক ক্রিয়ার পক্ষেও স্ট্রবেরি অত্যন্ত সহায়ক৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pregnancy Diet: গর্ভস্থ শিশুর কথা ভেবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফলটি নিয়মিত খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল