তবে এখন বেড়ানোর পাশাপাশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হচ্ছে প্রি-ওয়েডিং ফটোশ্যুট। বহু দম্পতি এখন বেছে নিচ্ছেন এই লাল মাটির জেলা। পুরুলিয়ার অযোধ্যা সুন্দরীর প্রকৃতির মাঝে প্রি-ওয়েডিং ফটোশ্যুট করতে। কারণ অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে এখানে ফটোসেশন দুর্দান্ত হয়।
advertisement
এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে প্রি-ওয়েডিং ফটোশ্যুট করতে আসা এক যুগল বলেন, ”পুরুলিয়া খুবই ভাল জায়গা, এখানে ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও এখানে দুর্দান্ত বেশ কিছু রিসর্ট রয়েছে। বেশি টাকা খরচ করে অনেক দূরে গিয়ে প্রি ওয়েডিং ফটোশ্যুট করার থেকে কাছেপিঠে এই পাহাড়ি জেলাই ভাল। তাই এই জায়গাকেই আমরা বেছে নিয়েছি প্রি-ওয়েডিং-এর জন্য।”
এক ফটোগ্রাফার বলেন, ”পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লোকেশন ভীষণ সুন্দর। পাহাড় ও ঝর্ণার সংমিশ্রণে পুরুলিয়া অনন্য রূপে সেজে থাকে। তাই এখানে ফটোশ্যুট করলে ভীষণ সুন্দর দেখতে লাগে। তাঁরা অন্যান্য অনেক জায়গাতেই প্রি-ওয়েডিং ফটোশ্যুট করেছেন কিন্তু পুরুলিয়ার সৌন্দর্য একেবারেই আলাদা।”
আর দরকার নেই দূরে কোথাও যাওয়ার। মানুষ চাইলেই কাছেপিঠে এই সুন্দর জায়গাতেই নিজেদের বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে পারেন। তাই শুধুমাত্র বেড়ানোর জায়গায় নয়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হয়ে উঠেছে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের অন্যতম আদর্শ জায়গা।
শর্মিষ্ঠা ব্যানার্জি