TRENDING:

Fertility and Youth: এই ফলই শরীরের যৌবন ও উর্বরতাকে চিরকাল ধরে রাখে, বিশ্বাস ছিল প্রাচীন মিশরে

Last Updated:

Fertility and Youth: ১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একাধিক স্বাস্থ্যকর উপকারিতার জন্য আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরেই সমাদৃত বেদানা৷ বিভিন্ন প্রাচীন সভ্যতায় বেদানার গুরুত্ব অপরিসীম ৷ পটাশিয়াম, ভিটামিন সি ও একাধিক পলিফেনলে ভরপুর বেদানার গুণ অশেষ৷ এই ফলের ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদরোগ ও ক্যানসারের আশঙ্কা কমায়৷
১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়
১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়
advertisement

বেদানাকে বলা হয় ‘শীতকালের রত্ন’৷ পুনর্জন্ম ও যৌবনের প্রতীক বেদানাকে বলা হয় দীর্ঘায়ুর প্রতীক৷ আদতে ইরান ও উত্তর হিমালয়ের তরাই অঞ্চলের ফল এই বেদানা৷ এছাড়া ভূমধ্যসাগরীয় অঞ্চল ও দক্ষিণপূর্ব এশিয়াতে অনেক দিন ধরেই প্রচুর পরিমাণে বেদানার চাষ হয়ে আসছে৷ ১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়৷

মিশরীয় সভ্যতা

advertisement

প্রাচীন মিশরীয় সভ্যতায় পিরামিডে মমির সঙ্গে সমাধিতে দেওয়া হত বেদানা৷ বিশ্বাস করা হত, মৃত্যুর পর পরলোকে যাত্রা সুগম করত এই ফলের উপস্থিতি৷ নীল নদের তীরে প্রাচীন প্রবাদে বলা হত, ‘‘বেদানা খাও, তাহলে তোমার যৌবন চিরস্থায়ী হবে৷’’

আরও পড়ুন : ত্বকের মারাত্মক ক্ষতি এড়াতে এই পাঁচ জিনিস এড়িয়ে চলুন সব সময়

advertisement

আর্মেনিয়া

আর্মেনীয়দের সঙ্গে বহু দিন ধরেই বেদানা জড়িয়ে৷ আর্মেনিয়ার জাতীয় ফল বেদানা৷ এই দেশের আর এক জাতীয় ফল হল অ্যাপ্রিকট৷

আরও পড়ুন : এই খাবারগুলি খাচ্ছেন নাকি রোজ? অজান্তেই ডেকে আনছেন ভয়ঙ্কর হৃদরোগকে

চিন

advertisement

প্রাচীনকাল থেকেই চিনে প্রচলিত বিশ্বাস হল, বেদানার মধ্যেই আছে উর্বরতার শক্তি৷ সে দেশে বেদানা, পিচ ও লেবুকে যথাক্রমে উর্বরতা, সন্তান ও খুশির প্রতীক বলে ধরে নেওয়া হয়৷

আরও পড়ুন : আপনি উচ্চ রক্তচাপের রোগী? জেনে নিন রাতে কোন পজিশনে ঘুমোলে সুস্থ থাকবেন

গ্রিস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাচীন গ্রিক সভ্যতায় বিশ্বাস করা হত, সুরার দেবতা দিয়োনায়সাস থেকেই উদ্ভূত হয়েছে বেদানাগাছ৷ এই ফলকে চিরশাশ্বত জীবনের প্রতীক বলে বিশ্বাস করা হয় এই প্রাচীন সভ্যতায়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fertility and Youth: এই ফলই শরীরের যৌবন ও উর্বরতাকে চিরকাল ধরে রাখে, বিশ্বাস ছিল প্রাচীন মিশরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল