TRENDING:

Skin care: শুষ্ক ত্বক দূর করবে পনির! ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন নিমেষেই, জেনে নিন

Last Updated:

ত্বকের যত্নে পনির ফেসপ্যাক লাগানোর উপকারিতা জানেন কি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুষ্টিগুণে ভরপুর পনির খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অন্যদিকে, পনিরকে প্রোটিনের সেরা উৎস হিসেবেও ধরা হয়। যার কারণে অনেকেই প্রতিদিনের খাবারে পনির খেতে পছন্দ করেন। কিন্তু ত্বকের যত্নে পনির ফেসপ্যাক লাগানোর উপকারিতা জানেন কি?  ত্বকের যত্নে নির্দিষ্ট কিছু উপায়ে পনির ব্যবহার করলে দারুণ উপকার পাওয়া যাবে।
advertisement

পনির ত্বকের জন্য সেরা ময়শ্চারাইজিং এজেন্ট বলা যেতে পারে। অন্যদিকে ত্বকের যত্নে পনিরের ব্যবহার সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। পনিরের  ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

আরও পড়ুন: কোলেস্টেরলের মহাষৌধ লাউয়ের রস! খালিপেটে পান করলেই দূর হবে হাজার ব্যাধি, জেনে নিন

পনিরের ফেসপ্যাক তৈরি করতে ১-২ টুকরো পনির নিতে হবে। এছাড়া ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু এবং ২টি ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে।  পনিরের ফেসপ্যাক তৈরি করা খুব সহজ। এর জন্য একটি পাত্রে পনিরের টুকরো নিয়ে  এতে লেবুর রস, মধু এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।

advertisement

আরও পড়ুন: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক

পনির ফেসপ্যাক লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে মুছে নিতে হবে। এবার পনিরের ফেসপ্যাক মুখে ও ঘাড়ে লাগাতে হবে। প্রায় ১৫ মিনিট শুকানোর পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ভাল ফলাফলের জন্য সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করা যেতে পারে।

advertisement

ত্বকের শুষ্কতা থেকে মুক্তি পেতে পনিরের ফেসপ্যাক ব্যবহার করা ভাল। অন্যদিকে পনিরের ফেসপ্যাক লাগালে ত্বকের বলিরেখা ও ফাইন লাইনও কমতে শুরু করে। এছাড়াও, পনির ফেসপ্যাক ব্যবহার করে,  ত্বককে উজ্জ্বল এবং দাগহীন করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin care: শুষ্ক ত্বক দূর করবে পনির! ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন নিমেষেই, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল