জলপাইগুড়ির মোহিতনগর হর্টিকালচার শীত এলেই হয়ে ওঠে আরও সুন্দরী। এখানে বিভিন্ন বিরল প্রজাতির অর্কিড যেমন ক্যাটেলিয়াম এবং ডেন্ডোভিরিয়াম এগুলি চোখে পড়ে। সঙ্গে পুরো এলাকা চোখ ধাঁধাঁনো রঙ আর সৌন্দর্যে ভরপুর। এখান থেকেই সুলভ মূল্যে আপনি চারাগাছ কিনতে পারেন। এই ফুলের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট তাপমাত্রা এবং পরিবেশ। ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে অর্কিড ভাল থাকে। সকালে হালকা রোদে কিছুক্ষণ রাখুন, কিন্তু দুপুরের কড়া রোদ এড়িয়ে বিকেলে ছায়াতে নিয়ে আসুন। গাছের গোড়ায় হালকা আর্দ্রতা ধরে রাখুন। তবে অতিরিক্ত জল দিলে গাছ নষ্ট হতে পারে।
advertisement
মোহিত নগরের পলি হাউসে অর্কিড চাষের যে যত্নশীল পদ্ধতি অনুসরণ করা হয়, তা একবার চাক্ষুষ করা উচিত। শীতের মরশুমে এই অর্কিড হাউস রঙের এক জাদু-দুনিয়ার মতো মনে হয়। প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হবেন তা নিশ্চিত। সুযোগ পেলে,এই অপূর্ব দৃশ্য এবং অভিজ্ঞতা একবার উপভোগ করতে মোহিতনগরে ঘুরে আসতে পারেন।