Chirata Jal Benefits in Blood Sugar: ২ টো শুকনো কাঠির কেরামতিতেই ব্লাডসুগার, কোলেস্টেরলের, কৃমির বংশনাশ! রোজ ঢকঢক করে ১ গ্লাস এই তিতকুটে জল খেলেই রোগা হবেন ঝরঝরিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Chirata Jal Benefits in Blood Sugar: সোজা লম্বা কাণ্ড, মোটা ছাল। ম্যালেরিয়া, ডায়াবেটিস থেকে লিভারের যে কোনও সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে
advertisement
advertisement
advertisement
advertisement
চিরতা স্বাদে তেতো। তাই এটি করলা বা নিমের মতো রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে। চিরতা ভেজানো জল কিংবা চায়ের সঙ্গে খেলে ত্বকের সমস্যা যেমন - ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া এবং লালচে ভাব দূর হয়। কারণ এই ভেষজটির পুষ্টি উপাদান টক্সিন অপসারণ করতে এবং নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। রক্তাল্পতার মতো রক্ত সম্পর্কিত রোগের চিকিৎসাতেও এটা দারুণ কার্যকরী।
advertisement
ভেষজটির অ্যান্টি-পরজীবী বৈশিষ্ট্য শরীর থেকে রাউন্ডওয়ার্ম এবং ফিতাকৃমি দূর করতেও সাহায্য করে। ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এ-ছাড়া ফোলাভাব, পেটের ব্যথা কমায়। বিপাকীয় হার বাড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে আরও সাহায্য করে। চিরতার জল ওজন কমানোর জন্য দারুণ কাজে দেয়। এতে থাকা মিথানল শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে ফ্যাট জমার সুযোগই তৈরি হয় না।
advertisement
advertisement