মুখের ক্যানসার বা ওরাল ক্যানসার আজকাল বেশ ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে আয়ুর্বেদিক পদ্ধতিতে ওরাল ক্যানসার প্রতিরোধ করা যায়। সম্প্রদা হাসপাতালের প্রখ্যাত আয়ুর্বেদিক ক্যানসার বিশেষজ্ঞ আমাদের জানিয়েছেন যে, কীভাবে আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে মুখের ক্যানসার প্রতিরোধ করা যায়।
আরও পড়ুন: মনের মানুষের সঙ্গে রাত কাটানোর দারুণ সুযোগ, চোখ খুললেই পাহাড় আর…! রইল ঠিকানা
advertisement
আয়ুর্বেদিক চিকিৎসা দ্বারা মুখের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। তিনি জানিয়েছেন যে, প্রতিদিন দাঁত ব্রাশ করার জন্য আমাদের উচিত অ্যান্টি-ক্যানসার স্টিক ব্যবহার করা। এর জন্য নিমের ডাল, আম গাছের ডাল বা অর্জুন গাছের ডাল ইত্যাদি ব্রাশ হিসেব ব্যবহার করা যায়।
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
আয়ুর্বেদ অনুসারে আমরা ব্রাশ করার জন্য যে পেস্ট ব্যবহার করি তা একেবারেই যেন মিষ্টি না হয়। বরং এর জন্য নোনতা, তেতোস্বাদের পদার্থ দিয়ে দাঁত ব্রাশ করা ভাল। সবসময় মিষ্টি পেস্ট ব্যবহার করলে মুখের ব্যাকটেরিয়া পুরোপুরি দূর হয়ে যাওয়ার পরিবর্তে তা আরও বাড়তে পারে।
ত্রিফলা চূর্ণ সেরা ওষুধ
প্রতিদিন দাঁত ব্রাশ করার জন্য সবচেয়ে ভাল পেস্ট হল বাড়িতে তৈরি ত্রিফলা চূর্ণ ব্যবহার করা। মুখে আলসার বা যে কোনও ঘায়ের ক্ষেত্রে যদি দেখা যায় এটি সারছে না বা যদি ঘা কোনও উদ্বেগের কারণ হয়ে থাকে তবে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। যদি মনে সন্দেহ থাকে যে এটি অন্য কোনও সংক্রমণ, তাহলে ত্রিফলার ক্বাথ দিয়ে মুখে কুলকুচি করলে ক্ষত সেরে যায় এবং ক্যানসার প্রতিরোধ করা যায়।
দাঁত মাজার পর তিলের তেল বা নারকেল তেল গরম করে তা দিয়ে মুখে কুলকুচি করাকে আয়ুর্বেদে বলা হয় ‘গণ্ডূষ’। এর ফলে শুধু মুখের ঘা নয়, নিঃশ্বাসের দুর্গন্ধও দূর করা যায়। এটি নিয়মিত মেনে চললে কয়েকদিনের মধ্যেই ঘা বা দুর্গন্ধ কমে যাবে।