Offbeat Travel Plan: মনের মানুষের সঙ্গে রাত কাটানোর দারুণ সুযোগ, চোখ খুললেই পাহাড় আর...! রইল ঠিকানা

Last Updated:
Offbeat Travel Plan: ভালবাসার দিনে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপনের আদর্শ জায়গা হতে পারে এটি। 
1/6
পালমাজুয়া হল একটি পাহাড়ি গ্রাম। দার্জিলিংয়ের কাছেই ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পালমাজুমা অসম্ভব সুন্দর একটি অফবিট লোকেশন।
পালমাজুয়া হল একটি পাহাড়ি গ্রাম। দার্জিলিংয়ের কাছেই ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পালমাজুমা অসম্ভব সুন্দর একটি অফবিট লোকেশন।
advertisement
2/6
চা বাগান-কমলালেবু গাছের ফাঁকে সূর্য ওঠে, দার্জিলিংয়ের এই লুকনো গ্রামে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা মিলতে পারে রেড পাণ্ডারও। চাইলে সামনে ঝোরায় মাছও ধরতে পারেন।
চা বাগান-কমলালেবু গাছের ফাঁকে সূর্য ওঠে, দার্জিলিংয়ের এই লুকনো গ্রামে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা মিলতে পারে রেড পাণ্ডারও। চাইলে সামনে ঝোরায় মাছও ধরতে পারেন।
advertisement
3/6
অসংখ্য নাম না জানা সব পাখিদের রাজত্ব এখানে। সকাল থেকে বিকেল পর্যন্ত পাখি দেখতে দেখতেই দিন গড়িয়ে যাবে। ছোট ছোট বাগানে ঘেরা হোম স্টে।
অসংখ্য নাম না জানা সব পাখিদের রাজত্ব এখানে। সকাল থেকে বিকেল পর্যন্ত পাখি দেখতে দেখতেই দিন গড়িয়ে যাবে। ছোট ছোট বাগানে ঘেরা হোম স্টে।
advertisement
4/6
কাছেই মিরিক গুম্ফা, টিংলিং ভিউপয়েন্ট, টিবেটান গুম্ফা। সুমেন্দু লেক ছাড়িয়ে দূরে পাহাড়ের মাথায় চলে আসুন।
কাছেই মিরিক গুম্ফা, টিংলিং ভিউপয়েন্ট, টিবেটান গুম্ফা। সুমেন্দু লেক ছাড়িয়ে দূরে পাহাড়ের মাথায় চলে আসুন।
advertisement
5/6
এখানেই রামেতি ভিউ পয়েন্ট। মেঘ না থাকলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
এখানেই রামেতি ভিউ পয়েন্ট। মেঘ না থাকলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
advertisement
6/6
ট্রেনে/বিমানে চলে আসুন শিলিগুড়ি । সেখান থেকে গাড়িতে সরাসরি চলে আসা যায় মিরিক। মিরিকের কাছেই পালমাজুয়ার দূরত্ব ৬০ কিমি।
ট্রেনে/বিমানে চলে আসুন শিলিগুড়ি । সেখান থেকে গাড়িতে সরাসরি চলে আসা যায় মিরিক। মিরিকের কাছেই পালমাজুয়ার দূরত্ব ৬০ কিমি।
advertisement
advertisement
advertisement