Eye Stroke: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Eye Stroke: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? ব্রেন স্ট্রোক, হার্টে স্ট্রোকের কথা কমবেশি সকলেরই জানা। কিন্তু, চোখেও যে স্ট্রোক হতে পারে তা কজনই বা জানেন।
চোখ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি ছাড়া আপনি অচল। তাই সব অঙ্গের মতো চোখেরও যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? ব্রেন স্ট্রোক, হার্টে স্ট্রোকের কথা কমবেশি সকলেরই জানা। কিন্তু, চোখেও যে স্ট্রোক হতে পারে তা কজনই বা জানেন। জানলে হয়তো আরও বেশি করে যত্ন নিতেন চোখের। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রেটিনা। আমরা যা কিছু দেখি সব এই রেটিনার মাধ্যমেই। যখন এই রেটিনার শিরাগুলি ব্লক হয়ে যায় তখনই হয়ে থাকে চোখে স্ট্রোক। অনেকে মনে করেন স্ট্রোক শুধু ব্রেন বা হার্টে হয়। চিকিৎসকেরা বলছেন, ব্রেন বা হার্ট স্ট্রোকের মতোই চোখের স্ট্রোকও সমানভাবে ঝুঁকিপূর্ণ। চোখের স্ট্রোক ইঙ্গিত দেয়, আপনার আরও কোনও বড় স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আপনার মনে হবে সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এক চোখে আপনি আর আগের মতো দেখতে পাচ্ছেন না। বিশেজ্ঞরা মনে করেন চোখের স্ট্রোকের চিকিৎসা অনেকটাই নির্ভর করে স্ট্রোকে চোখের কতটা ক্ষতি হয়েছে তার ওপর। এর জন্য অবশ্যই কিছু থেরাপি রয়েছে। এরকম কোনও ঘটনা আপনার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)