তাই আর দেরি না করে আপনার ব্যাগ গুছিয়ে নিন, শহুরে কোলাহলকে পিছনে ফেলে দিন, এবং সুন্দরবনের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করুন – যেখানে প্রকৃতি সর্বোচ্চ রাজত্ব করে, এবং জোয়ারের প্রতিটি বাঁক জীবনের গল্পে একটি নতুন অধ্যায় প্রকাশ করে। দু থেকে তিন দিনের যাত্রাপথ কোথায় যাবেন কোথায় থাকবেন তা জেনে নিন।প্রথম দিনে যাত্রা পথে থাকছে সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় রাত্রিবাস।
advertisement
দ্বিতীয় দিনে থাকছে সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার, সেখান থেকে পারমিশন করে সজনেখালি ঘুরে ওয়াচ টাওয়ার দেখে আবার বোটে ওঠা, এরপর সুধন্যখালি ওয়াচ টাওয়ার পীরখালি, গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি ওয়াচ টাওয়ার ঘুরে আবার পাখিরালায় রাত্রি বাস।
তৃতীয় দিনে থাকছে সকালে লঞ্চ ছেড়ে সাগর মোহনা, পঞ্চমুখানী, ঝড়খালি টাইগার রেসকিউ সেন্টার এখানে ৩০টাকা টিকিট মাত্র ঘুরে সাইটসিন করে আবারও ফিরে আসা। তিন দিনের ভ্রমণের সমাপ্তি । সুন্দরবনের জঙ্গল যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই শীতের ছুটিতে আপনার গন্তব্য হোক সুন্দরবন।
সুমন সাহা