TRENDING:

Village Resort To Digha: দিঘা যাওয়ার পথে গ্রাম্য প্রকৃতিতে এই রিসর্ট গরমের ক্লান্তি দূর করবে! একদিনের জন্য ফুল ফ্যামিলি পারফেক্ট ট্রিপ র‌ইল ঠিকানা

Last Updated:

এই তীব্র গরমে শহুরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভগবানপুর: শহরে বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোন গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তীব্র গরমে কলকাতার কাছে পিঠে বেড়ানোর জায়গা বলতে হাতের কাছে দিঘা মন্দারমণি। বা একটু দূর হলে দার্জিলিং বা ডুয়ার্সের কোন জায়গা। কিন্তু এই গরমে বেশিরভাগ পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে হিলস্টেশন গুলিতে। ফলে ছুটি কাটানোর আনন্দটাই মাটি হয়ে যায়। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি তীব্র গরমে শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে।
advertisement

ক্যালেন্ডারের পাতায় মে মাস! গরমে প্রাণ ওষ্ঠাগত বাঙালির। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। স্বস্তির বৃষ্টির কোন দেখা নেই। কিছুজনের, অফিস বা বাড়িতে এসি থাকলেও বেশিরভাগ মানুষই গরমে নাজেহাল। অন্যদিকে স্কুল-কলেজে লম্বা ছুটি। মন বসে না ঘরেতে। কাছেপিঠে বেড়াতে যেতে ভালবাসে ভ্রমণ প্রিয় বাঙালিরা। এই তীব্র গরমে শহুরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম। পাউশি গ্রামে ওই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার।

advertisement

View More

আরও পড়ুনToilet Cleaning Tips: শান্তিতে বসে করছিলেন মলত্যাগ, হঠাৎ কমোড বিস্ফোরণ! ভয়ঙ্কর আহত যুবক, কেন গরমে আগুন ধরে কমোডে?

সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকোটোরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। প্রতিদিনের থাকা খাওয়া নিয়ে জনপ্রতি এই রিসোর্ট এর ভাড়া মাত্র ২০০০ টাকা। তাহলে আর দেরি কেন চলে আসুন, গরম থেকে মুক্তি পেতে নদীর কোলে এই গ্রাম্য প্রকৃতিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী 

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Village Resort To Digha: দিঘা যাওয়ার পথে গ্রাম্য প্রকৃতিতে এই রিসর্ট গরমের ক্লান্তি দূর করবে! একদিনের জন্য ফুল ফ্যামিলি পারফেক্ট ট্রিপ র‌ইল ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল