ক্যালেন্ডারের পাতায় মে মাস! গরমে প্রাণ ওষ্ঠাগত বাঙালির। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। স্বস্তির বৃষ্টির কোন দেখা নেই। কিছুজনের, অফিস বা বাড়িতে এসি থাকলেও বেশিরভাগ মানুষই গরমে নাজেহাল। অন্যদিকে স্কুল-কলেজে লম্বা ছুটি। মন বসে না ঘরেতে। কাছেপিঠে বেড়াতে যেতে ভালবাসে ভ্রমণ প্রিয় বাঙালিরা। এই তীব্র গরমে শহুরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম। পাউশি গ্রামে ওই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার।
সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকোটোরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। প্রতিদিনের থাকা খাওয়া নিয়ে জনপ্রতি এই রিসোর্ট এর ভাড়া মাত্র ২০০০ টাকা। তাহলে আর দেরি কেন চলে আসুন, গরম থেকে মুক্তি পেতে নদীর কোলে এই গ্রাম্য প্রকৃতিতে।
সৈকত শী