আরও পড়ুন- পর্যটন নয়, এই বিশেষ কাজের উপর ভিত্তি করেই বেঁচে রয়েছেন ভূস্বর্গের বাসিন্দারা!
পুদুচেরি
উপকূলীয় কেন্দ্রশাসিত অঞ্চলটি (Puducherry) ভারতের সৈকত শহরগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে নিরাপদ ও আকর্ষণীয়। ফরাসি স্থাপত্যের নিদর্শন মিলবে অলিতে গলিতে। ফরাসি খাবারও উপভোগ করতে পারেন। চাইলে থাকতে পারেন শ্রী অরবিন্দ আশ্রমে। যোগব্যায়াম, ধ্যান, সমুদ্রের পাড় ধরে হাঁটা এবং বিনামূল্যে (Pocket Friendly Tour) খাবারের বন্দোবস্ত রয়েছে এখানে।
advertisement
দার্জিলিং
ঘুরতে ভালোবাসেন যারা পাহাড়ের রানি এই শৈল শহরটি (Darjeeling) তাদের দ্বিতীয় বাড়িই বলা যায়। ভারতের অন্যতম সস্তা (Pocket Friendly Tour) পর্যটন স্থান দার্জিলিং। অসংখ্য চা বাগান, বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ির শহরের রূপ দেখে সমস্ত মানসিক চাপ মুক্ত হয়ে যাবেন নিমেষে। কম খরচে থাকার হাজারো বিকল্প আছে এই শহরে এবং সড়কপথে, বিমানে বা ট্রেনে যাতে খুশি চলে যেতে পারবেন এই পাহাড়িয়া শহরে। সফর মনোরম করতে টয় ট্রেনেও চেপে ঘুরতে পারেন।
পুষ্কর
রাজস্থানের এই পর্যটন স্থানটি সমস্ত ধরনের মানুষকেই আকর্ষণ করে। যারা কিছুটা আধ্যাত্মিক সময় কাটাতে চান তাদের জন্যও এই স্থান অনবদ্য। উটের পিঠে চড়া, রাস্তার ধারের সব জিভে জল আনা খাবার, প্রাসাদ, বাজারের জন্য বিখ্যাত পুষ্কর (Pushkar)। আজমের জংশনে সস্তার টিকিট কেটে উঠে পড়ুন ট্রেনে এবং তারপরে পুষ্কর ঘিরতে হলে ঘুরুন পাবলিক ট্রান্সপোর্টেই। সস্তা কিন্তু ভালো থাকার ব্যবস্থাও উপলব্ধ।
আরও পড়ুন- মাত্র ২৬ বছরে প্রয়াত জেইন নাদেলা! কী এই সেরিব্রাল পালসি, রোগের চিকিৎসাই বা কী?
ম্যাক্লিওডগঞ্জ
ধর্মশালা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, ম্যাক্লিওডগঞ্জ (Mcleodganj) যেতে হলে পকেটে কোনও টানই পড়বে না। বৌদ্ধ সংস্কৃতির মাঝে অসামান্য ভ্রমণ অভিজ্ঞতা হবে আপনার। এই পাহাড়ি স্থানে হোস্টেল, হোটেল বা তাঁবুতে থাকতে পারেন। রাতের সফর উপভোগ করতে আপনি ত্রিউন্ডে ট্রেক করতে পারেন এবং পাহাড়ের চূড়ায় রাত কাটাতে পারেন। আর যদি নিজের তাঁবু এবং খাবার নিয়ে যেতে পারেন তবে ট্রেকিংয়ের খরচ (Pocket Friendly Tour) নগণ্য।
ঋষিকেশ
ক্যাফে, মন্দির, যোগ আশ্রম এবং ঘাটের সমন্বয় হল ঋষিকেশ। প্রতিদিন মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করেই ঋষিকেশে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন আপনার যত্নের ছুটি। কিছু সস্তা অথচ সুন্দর হোটেল বেছে নিন, এই ধরনের অভিজ্ঞতা আপনার সারাজীবনের সঞ্চয়৷ রাস্তার খাবার এখানে (Rishikesh) বেশ ভালো মানেরই।