ফুল ও ফল নয়,বরং শাক থেকে প্রাকৃতিক রঙ মেলে। পুঁইশাক থেকে এই রঙ মেলে বলে জানা যায়।এক সপ্তাহ আগে থেকে আদিবাসী মহল্লার যুবকেরা পুঁইশাক সংগ্রহের কাজ শুরু করে।পাশাপাশি শিশু,কিশোরেরা এই শাক সংগ্রহ করে থাকে।প্রাকৃতিক রঙ দিয়ে রঙ খেললে ত্বকের কোনও ক্ষতি হয় না বলে তাঁরা জানান।
আরও পড়ুন : কোলেস্টেরলে জেরবার? হৃদরোগ থেকে বাঁচতে কোলেস্টেরল কমান এই সহজ টিপসে
advertisement
আদিবাসী মহল্লার যুবকরা জানান, “কেমিক্যাল রঙ ব্যবহার করলে ত্বকের সমস্যা হয়।তাই আমরা এই প্রাকৃতিক রঙের হদিশ পাওয়ার পর থেকে এই রঙ দিয়েই হোলি খেলে থাকি।”
পুঁইশাকের থেকে মেলে কালো বীজ।এই বীজ থেকেই প্রাকৃতিক রঙ মেলে বলে জানা যায়।এই বীজ সংগ্রহ করে শুকিয়ে নিতে হয়।দোলের পরের দিন সকাল থেকে চলে এই দানা বেটে নেওয়ার পালা। শিলনোড়ায় এই দানা বেটে মেলে লাল রঙ।এই রঙ একে অপরকে মাখিয়ে দিয়ে চলে রঙ খেলা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 4:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Holi: শিলনোড়ায় পুঁইমেটুলি বেঁটেই তৈরি রঙ! ডুয়ার্সের আদিবাসী পাড়ায় দোলের পরদিনও প্রাণের হোলিখেলা