Pui Sak: পুঁই শাককে জাতের খাবার ভাবেন না! তার আবার বীজ, গুণ জানলে অজ্ঞান
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Pui Sak: কোষ্ঠকাঠিন্য নিরাময় থেকে সুগার নিয়ন্ত্রণ, সবেতেই উপকারি পুঁইশাক, জানতেন কি?
পুঁইশাক আমাদের গ্রামবাংলায় অত্যন্ত সহজলভ্য একটি সবজি। অনেকেই বাড়িতে খুব অল্পস্থানে এই শাকের চাষ করেন। তবে এই শাকের পাশাপাশি এর বীজেও বিভিন্ন ধরনের রোগপ্রতিরোধক গুণ রয়েছে। এই শাকের বীজ সবজি হিসেবে খেলে তা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। দৃষ্টিশক্তি ধরে রাখা, এনার্জি বাড়ানো, সুগার ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা ইত্যাদিতে এই শাক খুবই উপকারী।
advertisement
পুঁই বীজের নিয়মিত সেবন রক্তে ফ্যাট জমা হওয়ার ঝুঁকি কমায়। এই বীজে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে উপস্থিত বিটা ক্যারোটিন, লুটেইনের মতো উপাদান চোখের শক্তি বাড়াতে ও দীর্ঘ সময় দৃষ্টিশক্তি ধরে রাখতে বিশেষ উপকারী। এছাড়াও এতে ম্যাগনেশিয়াম, আয়রনের মতো নানা উপাদান আমাদের শরীরে এনার্জি বাড়াতেও বিশেষ সহায়ক।
advertisement
advertisement
পুঁই বীজ কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে এটি নীল বা কালচে রঙের হয়। এই পুঁই বীজ রয়েছে ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং জিঙ্কের মতো নানন পুষ্টিগুনে ভরপুর উপাদান। এই উপাদানগুলি শরীর সুস্থ রাখতে খুবই উপকারী। এতে থাকা ভিটামিন এ ও বি-এর মতো উৎস আমাদের শরীরকে মজবুত করতে ও হাড়কে শক্ত করতে বিশেষ উপকারী।
advertisement
advertisement