কোথায় যাবেন? রইল খোঁজ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বহু জেলার মানুষ ভিড় জমাচ্ছেন ডুয়ার্স, মিরিক, লাভা, লোলেগাঁও ও কালিম্পং-এর মত মনোরম ঠান্ডা জায়গাগুলিতে। মিরিকের হর্স রাইডিং থেকে শুরু করে লাভার পাহাড়ি ট্রেইল, ছোট বড় সবাই উপভোগ করছেন প্রকৃতির নিঃশব্দ জাদু। পর্যটন ব্যবসায়ীরাও খুশি।
advertisement
হোটেল, হোমস্টে এবং লোকাল গাইড সবারই মুখে এখন খুশির হাসি। অনেকে বলছেন, বর্ষার চেয়ে এই ‘বৃষ্টি-বিহীন ঠান্ডা’ অনেক বেশি পর্যটক টানছে। ডুয়ার্সের এক হোমস্টেতে দেখা মিলল জলপাইগুড়ির কলেজ পড়ুয়া স্বর্ণালী দাসের। তার কথায়, “শহরের গরম আর যানজট থেকে একটু শান্তি পেতেই আমরা বন্ধুদের নিয়ে এসেছি ডুয়ার্সে। এখানকার প্রকৃতি, ঠান্ডা পরিবেশ, সব কিছুই এক অন্যরকম অনুভূতি দিচ্ছে।”
শিলিগুড়ি থেকে আসা এক পর্যটক জানান, “মিরিকের ঠান্ডা হাওয়া আর লেকপাড়ের সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন ক্ষণিকের কাশ্মীরে রয়েছি। এই রোদে এমন পরিবেশ সত্যিই অমূল্য।” প্রকৃতির এই শান্ত ছোঁয়া আর শহরের কোলাহল থেকে একটু নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত, এই মিশ্র আবেগেই পাহাড় ডাকে, বারবার।
সুরজিৎ দে