পার্কে ঘুরতে আসা এক পর্যটক গোবিন্দ রাম জানান, ‘এলাকায় ঐতিহাসিক নিদর্শন থাকলেও এই রকম ঘোরাফেরার মত মনোরম পরিবেশগত জায়গা ছিল না। এই এলাকায় ঘোরাফেরার জন্য একাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ছুটির দিনে প্রায় এই এলাকায় ঘুরতে আসি। তবে এই ইকো পার্কে এসে আলাদাই অনুভূতি মিলছে।’
advertisement
পার্কের টিকিট কাউন্টারের এক কর্মী সুকুমার মন্ডল জানান, ‘প্রায় পাঁচ বছর আগে এই ইকো পার্ক চালু হয়েছে। তবে সম্পূর্ণরূপে কাজ এখনও বাকি রয়েছে। নিত্য নতুন ফুলের গাছ এবং বসার মত আরামদায়ক জায়গা রয়েছে পার্কে। পাশাপাশি রাত্রি নিবাস, বোটিং, সেলফি জোন ও বাচ্চাদের খেলাধুলা-সহ একাধিক ব্যবস্থা রয়েছে এই পার্কে।’
মালদহ জেলার পর্যটন স্থল গুলির মধ্যে অন্যতম হচ্ছে গৌড় এবং আদিনা। প্রাচীন বাংলার একাধিক ইতিহাস বর্ণনা পায় এই দুই জায়গায় গেলে। আদিনা এলাকায় একাধিক ঐতিহাসিক নিদর্শন থাকলেও পর্যটকদের জন্য সেখানে থাকার মত সুব্যবস্থা ছিল না এতদিন। তবে এবারে আদিনা ইকো পার্কে রাত্রি নিবাসের পাশাপাশি মনোরম পরিবেশের দৃশ্য পর্যটকদের আকর্ষিত করবে বলে অভিমত প্রশাসনিক কর্তাদের।