TRENDING:

Summer Drink: তীব্র গরমে আরাম পেতে ও সুস্থ থাকতে চুমুক দিন নিমফুলের শরবতে, সহজ রেসিপি রুজুতার

Last Updated:

Summer Drink: সেরকমই এক প্রাকৃতিক পানীয়ের হদিশ দিয়েছেন রুজুতা দ্বিবেকর৷ তিনি বানিয়েছেন নিমফুলের শরবত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরম মানেই শরীর ও মন সুশীতল করা পানীয়৷ কিন্তু আমরা এখন চটজলদি তৃপ্তি পেতে চুমুক দিই কোল্ড ড্রিঙ্কসে৷ আমাদের এর ফলে সাময়িক আরাম হয়তো মেলে৷ কিন্তু পরিবর্তে শরীরের ক্ষতিসাধনও হয় অনেক বেশি৷ তার বদলে ভরসা রাখা যায় বাড়িতে তৈরি স্বাস্থ্যকর পানীয়ের উপর৷
Rujuta Diwekar
Rujuta Diwekar
advertisement

ঠাকুমা-দিদিমার রেসিপিতে এই পানীয়গুলি যেমন তৃ্প্তি দেয়, তেমনই শরীরের জন্যও উপকারী৷ কারণ এদের উপকরণে কোনও রাসায়নিক জিনিস থাকে না৷ সেরকমই এক প্রাকৃতিক পানীয়ের হদিশ দিয়েছেন রুজুতা দ্বিবেকর৷ তিনি বানিয়েছেন নিমফুলের শরবত৷

চৈত্রমাসে নিমগাছ ঢেকে যায় ছোট ছোট সাদা ফুলে৷ দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই উপকারী এই নিমফুল৷ হায়দারাবাদের প্রচলিত রেসিপি অনুসরণ করে সেই নিমফুল দিয়ে শরবত তৈরি করেছেন রুজুতা৷

advertisement

আরও পড়ুন : স্বামী বা সঙ্গী বন্ধ্যাত্বের শিকার? কীভাবে তাঁর আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করবেন

এই শরবতের জন্য লাগবে ২ গ্লাস জল, গুড়, ১ চামচ ভর্তি নিমফুল, আদার কুচি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা আমের টুকরো এবং স্বাদমতো নুন৷ প্রথমে জলের সঙ্গে গুড় মিশিয়ে তৈরি করুন গুড়-জল৷ এটাই আপনার শরবতের বেস৷ এর পর একটা একটা করে নিমফুল ছাড়িয়ে নিন ডাল থেকে৷ কাঁচা আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন৷ এর পর গুড়জলে মেশান আদার কুচি৷ তার পর একে একে দিন গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা আমের টুকরো৷ ভাল করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিন নিমফুল এবং চিমটেভর্তি নুন৷ তার পর আরও এক বার ভাল করে মিশিয়ে নিন৷ পরিবেশনের আগে ছড়িয়ে দিন আরও কিছু কাঁচা আমের টুকরো৷ এর পর পুষ্টিকর পানীয়ে চুমুক দিয়ে তৃপ্তি লাভ শুধু সময়ের অপেক্ষা৷

advertisement

আরও পড়ুন : শারীরিক সম্পর্কের মূল পর্বের আগে ফোর প্লে-তেই রোমাঞ্চকর যৌনজীবন

আরও পড়ুন : আম খেয়ে আঁটি ছুড়ে ফেলে দেন? অজান্তেই হারাচ্ছেন এর অঢেল উপকারিতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুজুতার কথায়, এই শরবত গরমকালে আদর্শ৷ একদিকে এতে যেমন শরীর সুশীতল হয়, ঠিক তেমনই প্রাকৃতিক উপকরণের গুণ যোগ হয়৷ তাই নামী পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ানের আর্জি, গরমে সুস্থ রাখতে ভরসা রাখুন ঘরোয়া উপকরণের এই শরবতে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Drink: তীব্র গরমে আরাম পেতে ও সুস্থ থাকতে চুমুক দিন নিমফুলের শরবতে, সহজ রেসিপি রুজুতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল