আরও পড়ুন: ফ্ল্যাট বাড়িতে আসবাব রাখুন এই নির্দিষ্ট কোণায়, সমৃদ্ধি আসবে সংসারে
১৷ সৌরজগতের সবচেয়ে ছোট আর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ ৷ বুধের জাতকরা খুব ছটফটে চরিত্রের হয় ৷ সমস্ত কিছুতেই নানারকম প্রশ্ন থাকে এঁদের মনে ৷ অনেক রকম গুণের সমাবেশ থাকে বুদের জাতকদের মধ্যে ৷ তবে জীবন নিয়ে খুব একটা সিরিয়াস থাকেন না এঁরা ৷ জানার খিদে সারাক্ষণ এঁদের তাড়িয়ে নিয়ে যায় ৷ ফলে যা কিছু হাতের সামনে পাওয়া যায় পড়ে ফেলেন এঁরা ৷
advertisement
২৷ বিশ্লেষণ করা এঁদের স্বভাব ৷ ভাইবোন আর প্রতিবেশীদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক থাকে এঁদের ৷ খুব গভীরে চিন্তা করেন বুধের জাতকরা ৷ গুটহাট বেড়িয়ে পড়া, নতুন লোকের সঙ্গে ভাব জমানো, পরিচয় করা, নতুন অ্যাডভেঞ্চার, অভিজ্ঞতা এইগুলোই এঁদের জীবনের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ৷ সমাজসেবামূলক কাজ করতে ভালবাসেন বুধবারের জাতকরা ৷ খুবই হাসিখুশি থাকেন ৷ আর পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকেন ৷
৩৷ বুধবারে যাঁদের জন্মদিন কর্মক্ষেত্রেও দারুন সফল হন তাঁরা ৷ অঙ্ক আর বিজ্ঞানে তুখড় হন এঁরা ৷ নতুন নতুন জিনিস আবিষ্কার করাই এই এঁদের বৈশিষ্ট্য ৷
৪৷ অন্যদের সঙ্গে সংযোগের ক্ষমতা আপনার তুখড় ৷ প্রেমের জীবনে পা দিয়েও দারুণ ব্যালেন্স করে চলবেন আপনি ৷ আপনি জানেন, কোন পরিস্থিতিতে কীভাবে ভারসাম্য রাখতে হয় ৷ ভালবাসার মানুষের থেকে কখনওই বেশি কিছু আশা করবেন না আপনি ৷ শুধু হাতে হাত রেখে এগিয়ে যাবেন ৷ যাকে ভালবাসবেন তাঁকে তাঁর মতো করেই গ্রহণ করতে পারেন আপনি ৷ বুধের জাতকরা সবসময়ই খুব ভাল প্রেমিক বা প্রেমিকা হতে পারেন ৷