ফ্ল্যাট বাড়িতে আসবাব রাখুন এই নির্দিষ্ট কোণায়, সমৃদ্ধি আসবে সংসারে

Last Updated:

চারদিকে আজকাল শুধুই ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ রব। আর শহরের কথা তো নতুন করে বলার কিছুই নেই ৷ পায়রার খুপরির মতো ঘরগুলোয় নিজেদের থাকাই দুষ্কর ৷ ফলে শহরাঞ্চলে বাস্তুশাস্ত্রের বিধান মেনে জমি কিনে, সেই জমিতে বাড়ি নির্মাণ আকাশ কুসুম কল্পনার মতো ব্যাপার।

#কলকাতা: চারদিকে আজকাল শুধুই ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ রব। আর শহরের কথা তো নতুন করে বলার কিছুই নেই ৷ পায়রার খুপরির মতো ঘরগুলোয় নিজেদের থাকাই দুষ্কর ৷ ফলে শহরাঞ্চলে বাস্তুশাস্ত্রের বিধান মেনে জমি কিনে, সেই জমিতে বাড়ি নির্মাণ আকাশ কুসুম কল্পনার মতো ব্যাপার।
জমির সমস্যা মেটাতে এখন শুধুই বহুতল ফ্ল্যাটের রমরমা । একটি এককামরা বা দু-কামরার ফ্ল্যাটের মালিক হওয়া এখন লটারি পাওয়ার সামিল। ফ্ল্যাট বাড়ির জমি নির্বাচন আপনার মন মতো নাও হতে পারে ৷ বাস্তুসম্মত করা তো আরও অনেক পরের কথা ৷ এক্ষেত্রে মনে হতে পারে, তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে বাস্তুর নিয়মাবলী কি ভাবে প্রযোজ্য হবে ? ফ্ল্যাটেও বাস্তু করা সম্ভব ৷ সেক্ষেত্রে দরকার ‘বাস্তু-কারেকশন’ অর্থাৎ ঘরের ভিতরের কিছু অদলবদল। জেনে নিন কীভাবে করবেন এই অদল-বদল ৷
advertisement
১। ড্রইং রুমের সমস্ত আসবাবপত্র দক্ষিণ দিকের কোণে রাখুন। সোফা সেট ইত্যাদি এমন ভাবে সাজান যাতে আপনি যখন বসবেন তখন আপনার মুখ যেন পূর্ব অথবা উত্তর দিকে থাকে, আর অতিথিরা যেন পশ্চিম অথবা দক্ষিণ দিকের আসনে বসেন।
advertisement
২। ঘরের উত্তর-পূর্ব কোণে কোনও আসবার রাখবেন না। টেলিভিশন ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখুন ।
advertisement
৩। ঘরের সমস্ত আয়না উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন।
-----আপনার ফ্ল্যাট বা বাড়িতে এইভাবে বদলে দিন আসবাবের অবস্থান ৷ দেখবেন, আপনার মন ও শরীর ভাল থাকবে এবং স্বভাবতই আপনি আরও কর্মক্ষম হয়ে উঠবেন। আর কে না জানে কর্মক্ষমতা বৃদ্ধি আর শ্রীবৃদ্ধি পরস্পরের পরিপূরক ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফ্ল্যাট বাড়িতে আসবাব রাখুন এই নির্দিষ্ট কোণায়, সমৃদ্ধি আসবে সংসারে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement