আরও পড়ুন: শীতের সময় শরীরে অভাব দেখা দেয় ভিটামিন D-এর, কী ভাবে বুঝবেন এই ভিটামিনের অভাবের কথা?
বাজারচলতি কোনও প্রোডাক্ট সে যতই দামী হোক না কেন সুস্মিতা কিন্তু ভরসা রাখেন বাড়িতে তৈরি কিছু রূপচর্চার বস্তুর উপর। দুধের মালাই বা মাঠা এবং বেসন দু'টো একসঙ্গে মিশিয়ে একটা প্যাক তৈরি করেন বিশ্বসুন্দরী। এটা এক ধরনের ঘরোয়া স্ক্রাব যা আলতো করে মুখে ঘষে ত্বক সোনার মতো উজ্বল রাখেন সুস্মিতা।
advertisement
ত্বকের প্রাথমিক পরিচর্যা এভাবে করে সুস্মিতা ভীষণভাবে নির্ভর করেন ফ্রুট বা ফল দিয়ে তৈরি ফেসিয়াল প্যাকের উপর। আর এক্ষেত্রে তিনি বেছে নেন পাকা পেঁপে ও কমলা লেবুর রস।
আরও পড়ুন: মধু শুধু স্বাদেই মিষ্টি নয়, রূপচর্চায় এর গুরুত্ব অনস্বীকার্য, জেনে নিন এক নজরে!
লক্ষ্য করলে দেখা যায় দিন বা রাতের যে কোনও সময়ে সুস্মিতা মুখে লেগে থাকে শিশিরের স্নিগ্ধতা। আর সেটা সম্ভব হয় বাড়িতে তৈরি রোজ ওয়াটার বা গোলাপ জলের জন্য। এই জল মুখে স্প্রে করে তরতাজা শিশির স্নিগ্ধ লুক পেয়ে যান তিনি।
আরও পড়ুন: শীত এলেই চুল রুক্ষ হয়ে যায়? রোজ অনেক চুল উঠে যায়? মেনে চলুন এই ঘরোয়া রূপরুটিন
তবে শুধু মুখে একগাদা জিনিস লাগিয়ে নিজের রূপচর্চার গণ্ডি বেঁধে রাখেন না তিনি। ত্বক সুন্দর রাখতে প্রয়োজন হয় ভিতরের যত্নের। আর তাই নায়িকার দিন শুরু হয় একমুঠো আমন্ড বাদাম, দানাশস্য ও দুধ দিয়ে। নিজের স্বাস্থ্যের কথা ভেবেই ভাজাভুজি থেকে নিজেকে দূরে রাখেন তিনি। সুস্মিতার ত্বকে যে স্বাভাবিক আভা দেখা যায় তার পিছনে লুকিয়ে আছে শরীরচর্চার প্রতি তাঁর অগাধ প্রেম। ওয়ার্ক আউট ছাড়া সুস্মিতার দিন শুরু হয়না।
তবে সব কিছু ছাপিয়ে উঠে আসে সুস্মিতার প্রাণখোলা হাসি ও পজিটিভ চিন্তাধারা যা তাঁকে সবার থেকে আকর্ষণীয় করে রাখে।