মুর্শিদাবাদ, যে নামটা শুনলেই চোখের ওপর ভেসে ওঠে হাজারদুয়ারী এমনকি ইতিহাসের বহু নির্দশন।কিন্তু কয়েক দিন ধরে মুর্শিদাবাদ উতপ্ত। ফলে ভাল নেই মুর্শিদাবাদ। আর যার কোপ এসে পড়ল অর্থনীতিতে। পর্যটকদের পদচারণায় একসময় মুখরিত নবাব নগরী মুর্শিদাবাদ আজ কার্যত জনশূন্য। হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাঠগোলা প্রাসাদ সবকিছুই যেন থমকে গেছে। আর তার জেরে বিপাকে পড়েছেন গাইড, হোটেল ব্যবসায়ী, টোটো-টানা চালকসহ ছোটখাটো দোকানদাররা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ব্যবসায়ীদের অভিযোগ, জেলার একাংশে ওয়াকাফ আইন ঘিরে তৈরি হওয়া অস্থিরতার ফলে পর্যটকদের আগমন বন্ধ হয়ে গেছে। যদিও সেই গণ্ডগোলের মূল কেন্দ্র নবাব নগরী থেকে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে৷ তবু তাঁর প্রতিক্রিয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে এই ঐতিহাসিক শহরে। হোটেল মালিকদের একাংশ জানিয়েছেন, অনেক পর্যটক বুকিং বাতিল করেছেন বা তারিখ পিছিয়ে দিয়েছেন।
কেউ কেউ আবার নির্ধারিত ক্যাম্প-ভ্রমণও বাতিল করেছেন। ফলে হোটেলগুলোর রুম খালি পড়ে রয়েছে, আয় একপ্রকার বন্ধ।পর্যটন মরশুমে যখন মুর্শিদাবাদ থাকার কথা পর্যটকে ঠাসা, তখন শহরজুড়ে এক ধরনের শূন্যতা। কাটরা মসজিদ হোক বা কাঠগোলা প্রাসাদ সর্বত্রই সুনসান নীরবতা।ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত এই পরিস্থিতির সমাধান করা, না হলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে নবাব নগরীর পর্যটনভিত্তিক অর্থনীতি।
কৌশিক অধিকারী