TRENDING:

Mumps and Sterility: মাম্পস থেকে পুরুষদের বন্ধ্যত্ব! জানুন বিশেষজ্ঞ ডাক্তারের মত

Last Updated:

Mumps and Sterility: মাম্পস রোগ হলে পরামর্শ নিন চিকিৎসকের, না হলে বড় বিপদ হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, মেদিনীপুর: বর্ষাকালে নানান ধরনের রোগ অসুখের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। জলবাহিত নানান রোগ যেমন ডায়রিয়া, মশাবাহিত রোগ ডেঙ্গি কিংবা চোখের সমস্যা যা প্রচলিত কথায় জয় বাংলা, সেই ছোঁয়াচে রোগও ছড়িয়ে পড়ে। এমনকি এই বর্ষাকালে বিভিন্ন মানুষজনের মধ্যে মাম্পস রোগ দেখা যায়।
advertisement

জয় বাংলা কিংবা অন্যান্য অসুখের বিরূপ প্রতিক্রিয়া না থাকলেও মাম্পস রোগ থেকে বড় বিপদ হতে পারে। সঠিক চিকিৎসা না করলে বড় বাধার সম্মুখীন হতে পারে সকলে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন এক চিকিৎসক। তবে সঠিক চিকিৎসায় তা নিরাময় সম্ভব।

উপসর্গ –

প্রসঙ্গত, মাম্পস রোগ হলে মূলত জ্বর, মাথা যন্ত্রণা, এবং কানের কাছে প্যারোটিড গ্রন্থি ফুলে যায়। এই রোগ একটি ভাইরাস ঘটিত রোগ। মাম্পস হলে খাওয়া দাওয়া এমনকি কথা বলাতেও সমস্যা হয় মানুষের।কিশোর-তরুণদের মাম্পস হলে ৩০ শতাংশ ক্ষেত্রে সঙ্গে শুক্রাশয়ের প্রদাহ থাকতে পারে।

advertisement

View More

আরও পড়ুন :  কনজাঙ্কটিভাইটিস হলে বাচ্চাকে স্কুলে পাঠানো কি ঠিক? কীভাবে তার যত্ন নেবেন বাড়িতে? জেনে নিন

মাম্পস রোগীর সঠিক চিকিৎসা না হলে পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। কিভাবে এই মাম্পস রোগ থেকে সুস্থ থাকা যায় বা মাম্পস হলে করণীয় কী রয়েছে তা সবিস্তার তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক তথা নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডঃ আশিস মণ্ডল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি জানিয়েছেন, মাম্পস রোগে তেমন কোনও ওষুধ নেই। শুধুমাত্র স্বাভাবিক চিকিৎসা পদ্ধতিতেই সেরে যায়। তবে পুরুষদের ক্ষেত্রে টেস্টিস ব্যথা করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা জরুরি। নয়তো পরবর্তীতে বংশবৃদ্ধির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে পুরুষেরা। মত ডাক্তারের।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mumps and Sterility: মাম্পস থেকে পুরুষদের বন্ধ্যত্ব! জানুন বিশেষজ্ঞ ডাক্তারের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল