Child with Conjunctivitis: কনজাঙ্কটিভাইটিস হলে বাচ্চাকে স্কুলে পাঠানো কি ঠিক? কীভাবে তার যত্ন নেবেন বাড়িতে? জেনে নিন

Last Updated:
Child with Conjunctivitis: ‘জয় বাংলা’ বা ‘চোখ ওঠা’ নামে পরিচিত এই অসুখ সাধারণত ছড়ায় বর্ষাকালে
1/9
 কনজাঙ্কটিভা হল চোখের পাতার ভিতরের অংশ এবং সাদা অংশের মাঝে থাকা একটি পাতলা স্তর৷ এই অংশে সংক্রমণের ফলে লাল হয়ে গেলে তখন তাকে বলা হয় কনজাঙ্কটিভাইটিস৷ ‘জয় বাংলা’ বা ‘চোখ ওঠা’ নামে পরিচিত এই অসুখ সাধারণত ছড়ায় বর্ষাকালে৷
কনজাঙ্কটিভা হল চোখের পাতার ভিতরের অংশ এবং সাদা অংশের মাঝে থাকা একটি পাতলা স্তর৷ এই অংশে সংক্রমণের ফলে লাল হয়ে গেলে তখন তাকে বলা হয় কনজাঙ্কটিভাইটিস৷ ‘জয় বাংলা’ বা ‘চোখ ওঠা’ নামে পরিচিত এই অসুখ সাধারণত ছড়ায় বর্ষাকালে৷
advertisement
2/9
সম্প্রতি কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে অত্যধিক হারে ছড়িয়ে পড়েছে এই অসুখ৷ ছোঁয়াচে অসুখে সহজেই সংক্রমিত হয়ে পড়ছে স্কুলপড়ুয়া বাচ্চারা৷ চোখ লাল হয়ে যাওয়া, খচখচ করা, যন্ত্রণা, চোখ থেকে সমানে জল পড়া, চোখের চারপাশ ফুলে ওঠার মতো উপসর্গ এই সংক্রমণে স্বাভাবিক৷
সম্প্রতি কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে অত্যধিক হারে ছড়িয়ে পড়েছে এই অসুখ৷ ছোঁয়াচে অসুখে সহজেই সংক্রমিত হয়ে পড়ছে স্কুলপড়ুয়া বাচ্চারা৷ চোখ লাল হয়ে যাওয়া, খচখচ করা, যন্ত্রণা, চোখ থেকে সমানে জল পড়া, চোখের চারপাশ ফুলে ওঠার মতো উপসর্গ এই সংক্রমণে স্বাভাবিক৷
advertisement
3/9
সাধারণত চার ধরনের কনজাঙ্কটিভাইটিস হয়৷ ভাইরাল, ব্যাকটেরিয়াল, অ্যালার্জিক এবং অজানা কারণে হওয়া সংক্রমণ৷ সাধারণ স্তরে থাকলে এই সংক্রমণের চিকিৎসা করা যায় বাড়িতেই৷ কীভাবে চোখের এই সংক্রমণে সংক্রমিত সন্তানের শুশ্রূষা করবেন? জানিয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ কৌশিক মুরলী৷
সাধারণত চার ধরনের কনজাঙ্কটিভাইটিস হয়৷ ভাইরাল, ব্যাকটেরিয়াল, অ্যালার্জিক এবং অজানা কারণে হওয়া সংক্রমণ৷ সাধারণ স্তরে থাকলে এই সংক্রমণের চিকিৎসা করা যায় বাড়িতেই৷ কীভাবে চোখের এই সংক্রমণে সংক্রমিত সন্তানের শুশ্রূষা করবেন? জানিয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ কৌশিক মুরলী৷
advertisement
4/9
ঈষদুষ্ণ জলে তুলো ভিজিয়ে বার বার পরিষ্কার করতে হবে আক্রান্ত চোখ৷ এতে শিশুর আরাম লাগবে৷ সংক্রমণও তাড়াতাড়ি কমবে৷ ব্যবহারের পর তুলো ফেলে দিন দ্রুত৷ যাতে অন্য চোখ সংক্রমিত না হয়, তার জন্য বিশেষ সতর্কতা নিন৷
ঈষদুষ্ণ জলে তুলো ভিজিয়ে বার বার পরিষ্কার করতে হবে আক্রান্ত চোখ৷ এতে শিশুর আরাম লাগবে৷ সংক্রমণও তাড়াতাড়ি কমবে৷ ব্যবহারের পর তুলো ফেলে দিন দ্রুত৷ যাতে অন্য চোখ সংক্রমিত না হয়, তার জন্য বিশেষ সতর্কতা নিন৷
advertisement
5/9
আলতো করে চোখের বাইরের অংশ পরিষ্কার করে দিন৷ চোখের ভিতরের অংশ পরিষ্কার করতে যাবেন না৷ এতে হিতে বিপরীত হতে পারে৷ বাচ্চার আই ড্রপ, বালিশের কভার, টিস্যু সব আলাদা রাখুন৷ এতে সংক্রমণ ছড়াবে না৷
আলতো করে চোখের বাইরের অংশ পরিষ্কার করে দিন৷ চোখের ভিতরের অংশ পরিষ্কার করতে যাবেন না৷ এতে হিতে বিপরীত হতে পারে৷ বাচ্চার আই ড্রপ, বালিশের কভার, টিস্যু সব আলাদা রাখুন৷ এতে সংক্রমণ ছড়াবে না৷
advertisement
6/9
অনেকে টোটকা হিসেবে স্তনদুগ্ধ দেন এই সংক্রমণে৷ এর কিন্তু কোনও মান্যতা নেই৷ চোখের মতো স্পর্শকাতর অংশে ঘরোয়া টোটকা অনুসরণ না করাই শ্রেয়৷
অনেকে টোটকা হিসেবে স্তনদুগ্ধ দেন এই সংক্রমণে৷ এর কিন্তু কোনও মান্যতা নেই৷ চোখের মতো স্পর্শকাতর অংশে ঘরোয়া টোটকা অনুসরণ না করাই শ্রেয়৷
advertisement
7/9
সন্তান কনট্যাক্ট লেন্স পরলে সংক্রমণের কিছু দিন সেটা পরতে দেবেন না৷ এতে চোখে আরাম পাবে৷ লেন্স থেকেও সংক্রমণ ছড়াবে না৷
সন্তান কনট্যাক্ট লেন্স পরলে সংক্রমণের কিছু দিন সেটা পরতে দেবেন না৷ এতে চোখে আরাম পাবে৷ লেন্স থেকেও সংক্রমণ ছড়াবে না৷
advertisement
8/9
যত দিন সংক্রমণ থাকবে, বাচ্চাকে স্কুলে পাঠাবেন না৷ এতে অন্য বাচ্চারা সুরক্ষিত থাকবে৷ আপনার সন্তানের চোখকেও বিশ্রাম দিন এ সময়ে৷ আলো লাগতে দেবেন না৷ সানগ্লাস ব্যবহার করতে দিন৷
যত দিন সংক্রমণ থাকবে, বাচ্চাকে স্কুলে পাঠাবেন না৷ এতে অন্য বাচ্চারা সুরক্ষিত থাকবে৷ আপনার সন্তানের চোখকেও বিশ্রাম দিন এ সময়ে৷ আলো লাগতে দেবেন না৷ সানগ্লাস ব্যবহার করতে দিন৷
advertisement
9/9
মনে রাখবেন চোখের দিকে তাকালেই কনজাঙ্কটিভাইটিস হয় না৷ কিন্তু আক্রান্ত চোখের জল বা পিচুটি বা জীবাণু অন্যভাবে যদি সুস্থ চোখে প্রবেশ করে, তাহলে এই ছোঁয়াচে অসুখকে আটকানো কঠিন৷
মনে রাখবেন চোখের দিকে তাকালেই কনজাঙ্কটিভাইটিস হয় না৷ কিন্তু আক্রান্ত চোখের জল বা পিচুটি বা জীবাণু অন্যভাবে যদি সুস্থ চোখে প্রবেশ করে, তাহলে এই ছোঁয়াচে অসুখকে আটকানো কঠিন৷
advertisement
advertisement
advertisement