TRENDING:

Variety of Momo : ৩ বন্ধু মিলে বানিয়ে ফেললেন ৮৫ রকমের মোমো! সস্তায় কোথায় পাবেন এত মোমোর সম্ভার?

Last Updated:

মোমো প্রেমীদের জন্য সেরা ঠিকানা এই দোকান , পাওয়া যাচ্ছে ৮৫ রকমের মোমো!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া :  ফাস্টফুডের প্রতি ক্রেভিংস নেই এমন মানুষের জুড়ি মেলা ভার। সন্ধ্যে হলেই তাই খাদ্যপ্রেমীরা নিত্যনতুন খাবারের সন্ধানে থাকেন। পুরুলিয়ায় একাধিক ফাস্টফুডের সম্ভার থাকলেও, রকমারি মোমো সম্ভার নিয়ে এই প্রথম হাজির হয়েছে তিন যুবক। একটা দুটো নয়, প্রায় ৮৫ রকমের মোমো পাওয়া যাচ্ছে তাদের দোকানে। আর এই বিভিন্ন ধরনের মোমোর স্বাদ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন ভোজনরসিক মানুষজন।
advertisement

অভিজিৎ সমাদ্দার, রুদ্র কুন্ডু, অভিষেক দে। তারা তিন বন্ধু। মোমোর এই ইউনিক কম্বিনেশন নিয়ে তারা একটি দোকান করেছেন। যেমন মোমোর ভ্যারাইটি তেমনি ইউনিক নাম। পুরুলিয়া শহরের সিটি সেন্টারের শপিংমলের গায়েই রয়েছে এই বিখ্যাত মোমোর দোকান। ৭৯ টাকা থেকে ১৯৯ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এই সমস্ত ভেরাইটির মোমো। পুরুলিয়া শহরের বুকে এই ধরনের মোমোর ভ্যারাইটি আর কোথাও নেই বললেই চলে। আর তাতেই উৎসুক ক্রেতাদের ভিড় থাকছে যথেষ্ট।

advertisement

আরও পড়ুনTamluk Tourism: বাড়ির কাছেই ‘ট্যুরিস্ট স্পটের খনি’! কখনও ভাবতেই পারবেন না এই জায়গা এত মনোরম

এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন , মাঝেমধ্যেই তারা এই দোকানে মোমো খেতে আসেন। পুরুলিয়ার বুকে এত ভ্যারাইটির মোমো নেই বললেই চলে। দুর্দান্ত স্বাদ সমস্ত মোমোর। দামও সাধ্যের মধ্যে। তাই যারা মোমো ভালোবাসেন তাদের অতি অবশ্যই এই দোকানে মোমো খেয়ে দেখা উচিত।

advertisement

View More

পুরুলিয়া শহরের বুকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের খাবারের দোকান রয়েছে। সন্ধ্যে নামতেই সেই সমস্ত দোকানগুলিতে খাদ্যপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। আর সেই জায়গায় অনেকখানি জায়গা করে নিয়েছে পুরুলিয়ার এই ইউনিক মোমোর দোকান। ভোজনপ্রেমীদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই দোকানটি।

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Variety of Momo : ৩ বন্ধু মিলে বানিয়ে ফেললেন ৮৫ রকমের মোমো! সস্তায় কোথায় পাবেন এত মোমোর সম্ভার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল