অভিজিৎ সমাদ্দার, রুদ্র কুন্ডু, অভিষেক দে। তারা তিন বন্ধু। মোমোর এই ইউনিক কম্বিনেশন নিয়ে তারা একটি দোকান করেছেন। যেমন মোমোর ভ্যারাইটি তেমনি ইউনিক নাম। পুরুলিয়া শহরের সিটি সেন্টারের শপিংমলের গায়েই রয়েছে এই বিখ্যাত মোমোর দোকান। ৭৯ টাকা থেকে ১৯৯ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এই সমস্ত ভেরাইটির মোমো। পুরুলিয়া শহরের বুকে এই ধরনের মোমোর ভ্যারাইটি আর কোথাও নেই বললেই চলে। আর তাতেই উৎসুক ক্রেতাদের ভিড় থাকছে যথেষ্ট।
advertisement
আরও পড়ুনTamluk Tourism: বাড়ির কাছেই ‘ট্যুরিস্ট স্পটের খনি’! কখনও ভাবতেই পারবেন না এই জায়গা এত মনোরম
এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন , মাঝেমধ্যেই তারা এই দোকানে মোমো খেতে আসেন। পুরুলিয়ার বুকে এত ভ্যারাইটির মোমো নেই বললেই চলে। দুর্দান্ত স্বাদ সমস্ত মোমোর। দামও সাধ্যের মধ্যে। তাই যারা মোমো ভালোবাসেন তাদের অতি অবশ্যই এই দোকানে মোমো খেয়ে দেখা উচিত।
পুরুলিয়া শহরের বুকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের খাবারের দোকান রয়েছে। সন্ধ্যে নামতেই সেই সমস্ত দোকানগুলিতে খাদ্যপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। আর সেই জায়গায় অনেকখানি জায়গা করে নিয়েছে পুরুলিয়ার এই ইউনিক মোমোর দোকান। ভোজনপ্রেমীদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই দোকানটি।
শর্মিষ্ঠা ব্যানার্জি