TRENDING:

Meat for weight loss: মাংস খেতে ভালবাসেন? দেখুন ওজন কমিয়ে রোগা হতে চাইলে কোন মাংস খাবেন, আর কোনটা খাবেন না

Last Updated:

Meat for weight loss: দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পর্যাপ্ত শারীরিক পরিশ্রম ও সঠিক ডায়েটে আমাদের ওজন নিয়ন্ত্রিত থাকে ৷ বিশেষজ্ঞরা ওজন কমিয়ে রোগা হওয়ার জন্য ওটস, ফলমূল, টকদইয়ের মতো খাবার ডায়েটে রাখার কথা বলেন ৷ তবে কিছু ধরনের মাংসও ওজন কমাতে কার্যকর ৷ চিকেন, পর্ক-এর মতো মাংসে হাই প্রোটিন কনটেন্টের জন্য ওজন নিয়ন্ত্রিত থাকে ৷ দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়
দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়
দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়
advertisement

স্যামন-

স্যামনের পুষ্টিমূল্য প্রচুর ৷ অন্য খাবারের তুলনায় এতে প্রোটিন কনটেন্টও বেশি ৷ মেটাবলিজমের হার বৃদ্ধি করে তলপেটের মেদ কমায় স্যামন মাছ ৷

স্কিনলেস চিকেন

বাড়তি ওজন কমাতে স্কিনলেস চিকেনের ভূমিকা অনস্বীকার্য ৷ এ ছাড়া এতে থাকা প্রচুর ভিটামিন ও মিনারেল সার্বিকভাবে স্বাস্থ্য ভাল রাখে ৷ তবে খাওয়ার আগে মাংস ভাল করে পরিষ্কার করে নিতে হবে৷ যেমন মাংসে যেন চামড়ার অংশ কোনওভাবেই লেগে না থাকে৷ এ ছাড়া থাইয়ের অংশে ডার্ক মিট থাকলে তাও বাদ দিতে হবে৷

advertisement

আরও পড়ুন :  খোসা ছাড়িয়ে নাকি খোসাসমেত? কীভাবে শশা খেলে উপকারিতা পাবেন?

ডায়েটে বর্জনীয়

প্রক্রিয়াজাত মাংস কিন্তু ওজন বাড়িয়ে তুলবে৷ তাই চিকেন নাগেটস, সসেজ, স্যালামি, বেকনের মতো প্রসেসড মিট একদমই রাখবেন না ডায়েটে৷ কারণ এতে ক্যালরির পরিমাণ প্রচুর৷ তাছাড়া রয়েছে অত্যধিক স্যাচিওরেটেড ফ্যাট৷ বিশেষজ্ঞদের মত, ডায়েটে প্রসেসড মাংস থাকলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়৷ কারণ এই মাংসে সোডিয়ামের মাত্রা অত্যন্ত বেশি৷

advertisement

আরও পড়ুন : গরমে যৌন উদ্দীপনাও তলানিতে? রোজ একবাটি দই খান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চিকেন বা অন্য মাংসে ব্রেডক্র্যাম্ব বা অন্য জিনিসের প্রলেপ বা কোটিং দিলে খাবারের স্বাদ বাড়ে নিঃসন্দেহে৷ কারণ এই প্রলেপের ফলে মাংসের ফ্যাট ও ক্যালরি বেড়ে যায়৷ তাই ওজন কমাতে চাইলে কখনওই এই ধরনের মাংস খাবেন না৷ পাশাপাশি, যে কোনও মাংসের চর্বিজাতীয় অংশ খেলে কিন্তু ওজন কোনও ভাবেই কমবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Meat for weight loss: মাংস খেতে ভালবাসেন? দেখুন ওজন কমিয়ে রোগা হতে চাইলে কোন মাংস খাবেন, আর কোনটা খাবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল