TRENDING:

Extra Marital Affair : দাম্পত্যে কেন ঢোকে পরকীয়ার ঘুণপোকা, জানুন বিয়ে বাঁচাতে মনোবিদ কী বলছেন

Last Updated:

Extra Marital Affair : সংসার এবং কেরিয়ারের জাঁতাকলে জীবনসঙ্গীর উপর থেকে মনোযোগও কমে যায় ৷ ফলে দাম্পত্যে পা রাখে তৃতীয় মুখ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্পর্কে প্রতারণা সব সময়ই হৃদয়ভঙ্গকারী ৷ পরকীয়া সাধারণত সম্পর্কের সুড়ঙ্গ দিয়ে ঢোকে যখন আবেগ ও শারীরিক ভরসার জায়গায় কিছুটা হলেও শূন্যস্থান তৈরি হয় ৷ কিন্তু জীবনসঙ্গীকে কেন ঠকান একজন? কারণ সেই মুহূর্তে হয়তো সম্পর্কের বাঁধন ছেড়ে নিজের সুখ অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ৷ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং রিলেশনশিপ থেরাপিস্ট ডক্টর দীপালি বাত্রা বলেন, শারীরিক ও মানসিক সম্পর্কের বাঁধন আলগা হলেই বিয়ের বাইরে অন্য সম্পর্কে আকর্ষণ বাড়ে নারী পুরুষ নির্বিশেষে ৷ তাছাড়া সংসার এবং কেরিয়ারের জাঁতাকলে জীবনসঙ্গীর উপর থেকে মনোযোগও কমে যায় ৷ ফলে দাম্পত্যে পা রাখে তৃতীয় মুখ ৷
advertisement

দীপালির কথায়, বিয়ের বাইরে অন্যত্র প্রেম খোঁজার অন্যতম কারণ হল শারীরিক ও মানসিক সম্পর্কের বাঁধনে শৈথিল্য ৷ যদি স্বামী স্ত্রী মধ্যে দীর্ঘ দিন শরীরী সম্পর্ক তৈরি না হয়, তাহলে আকর্ষণের হাওয়ামোরগ ঘুরে যেতে পারে অন্যদিকে ৷ অনেক ক্ষেত্রেই বিয়ে ভেঙে যাওয়ার বড় কারণ এই শৈথিল্য ৷ একঘেয়েমি কাটিয়ে নতুনত্ব সন্ধানের ইচ্ছেও থাকে পরকীয়ায় ৷ স্ত্রী যদি সব সময় নিজের কেরিয়ার ও সংসার নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে স্বামী নিজেকে অবহেলিত ভাবতে পারেন ৷ একই শর্ত প্রযোজ্য স্ত্রীর ক্ষেত্রেও ৷ স্বামী যদি সব সময় অফিস নিয়েই ডুবে থাকেন, তাহলে স্ত্রী নিজেকে অবহেলিত ভাবতে পারেন৷ ফলে ঢুকেত পারে পরকীয়ার ঘুণপোকা ৷

advertisement

আরও পড়ুন :  প্রেমিক বা স্বামী কি সত্যি আপনাকে ভালবাসে? সম্পর্কে এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না

রয়েছে আরও কিছু কারণ ৷ বিশেষজ্ঞ দীপালির মত, দীর্ঘ দিন একই সম্পর্কে থাকতে থাকতে তৈরি হয়ে যায় কমফোর্ট জোন ৷ ফলে স্বামী এবং স্ত্রী একে অন্যের কাছে আকর্ষণহীন হয়ে যান ৷ ইংরেজিতে যাকে বলে টেকন ফর গ্রান্টেড হয়ে পড়েন ৷ সামান্য বিষয়ে ঝামেলা থেকে সম্পর্কের স্ট্রেস তখন চেপে বসে ৷ বিয়ে তখন সঙ্কটের মুখে পড়তে বাধ্য ৷ পরকীয়া ও ব্যর্থ বিয়ের ক্ষেত্রে দীপালি কাঠগড়ায় তুলেছে সমাজ মাধ্যমকেও ৷ তিনি মনে করেন সমাজমাধ্যমে বিঘ্নিত ব্যক্তিবিশেষের ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসি ৷ এর ফলে পরকীয়া নিয়ে মনে যে খচখচানি থাকে, সেটাও যেন মিলিয়ে যায় ৷

advertisement

আরও পড়ুন : শেভিং, ওয়্যাক্সিং না ক্রিম? মহিলারা কীভাবে পরিচ্ছন্ন রাখবেন গোপনাঙ্গ? জানুন ত্বক বিশেষজ্ঞ কী বলছেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সমস্যার আবর্ত থেকে বার হতে মূল সেতু হল যোগাযোগ ৷ তিনি মনে করেন, স্বামী স্ত্রী মুখোমুখি বসে সরাসরি কথা বললেই কুঁড়িতে বিনষ্ট হয়ে যায় সমস্যা ৷ তাই দাম্পত্যে নিত্য কলহ ভুলে মাঝে মাঝে জীবনসঙ্গীর সঙ্গে মুখোমুখি বসিবারের কথাও ভাবুন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Extra Marital Affair : দাম্পত্যে কেন ঢোকে পরকীয়ার ঘুণপোকা, জানুন বিয়ে বাঁচাতে মনোবিদ কী বলছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল