Women Hygiene : শেভিং, ওয়্যাক্সিং না ক্রিম? মহিলারা কীভাবে পরিচ্ছন্ন রাখবেন গোপনাঙ্গ? জানুন ত্বক বিশেষজ্ঞ কী বলছেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Women Hygiene : গোপনাঙ্গ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞ ডক্টর আঁচল একগুচ্ছ পরামর্শ দিয়েছেন৷ তার পর বলেছেন কে কোনভাবে করবেন, সেটা মহিলাবিশেষে নির্ভর করছে
শরীরে রোম খুবই স্বাভাবিক৷ ত্বকের উপর রোম রাখবেন কিনা সেটা ব্যক্তিগত অভিরুচি৷ রোম তুলে ফেলার সঙ্গে সুস্বাস্থ্যের কোনও সম্পর্ক নেই৷ মহিলাদের যোনিকেশ বা পিউবিক হেয়ারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য৷ গোপনাঙ্গ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞ ডক্টর আঁচল একগুচ্ছ পরামর্শ দিয়েছেন৷ তার পর বলেছেন কে কোনভাবে করবেন, সেটা মহিলাবিশেষে নির্ভর করছে৷
advertisement
advertisement
advertisement
advertisement