দেখুন সেই ভিডিও--
এর আগে রেলমন্ত্রী পীযূষ গয়াল একটি টিকটক ভিডিওর তীব্র সমালোচনা করেন। সেই ভিডিওতে দেখা যায় ট্রেনে ঝুলন্ত অবস্থায় স্টান্ট দেখাতে গিয়ে লাইনে কাটাই পড়তে যাচ্ছিল এক কিশোর। ট্রেন থেকে ঝুলতে ঝুলতে নীচে মাটিতে পা ঠেকানোর চেষ্টা করে ! ট্রেনের গতির সঙ্গে তাল মেলানো কখনওই সম্ভব ছিল না, কাজেই মাটিতে ঠোক্কর খেতে খেতে ঝুলতে থাকে কিশোর। এরপরই হাতে ধরা ট্রেনের হ্যান্ডেল ছেড়ে যায়, নীচে পড়ে যায় কিশোর। ভিডিওটি দেখে কয়েক মুহূর্তের জন্য মনে হবে, নির্ঘাৎ কিশোরের মাথা চলে গিয়েছে ট্রেনের চাকার তলায়!
advertisement
Location :
First Published :
May 19, 2020 9:15 PM IST