TRENDING:

Malda Silk: পশমি জমিনে বোনা হয় রেশমি স্বপ্ন! GI Tag পেল মালদহের ঐতিহ্যবাহী সিল্ক ও রেশমচাষ শিল্প

Last Updated:

Malda Silk: মালদহের আমের পর এবারে জিআই তকমা রেশম চাষ করে। বিশ্ব বাজারে এবারে দেখা মিলবে মালদহের রেশম। এরপর ফলে লাভবান হবেন জেলার রেশম চাষের সঙ্গে যুক্ত চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিএম মোমিন, মালদহ: মালদহ জেলার মুকুটে আরও এক নতুন পালক। আমের পর এবারে জি.আই তকমা পেল মালদহ জেলার রেশম। আর এই খবর পাওয়ার পর আশায় বুক বেঁধেছেন রেশম চাষের সঙ্গে যুক্ত জেলার অধিকাংশ চাষি। মালদহ জেলার কালিয়াচক, মানিকচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও গাজোল ব্লক এলাকার অধিকাংশ বাড়িতেই ঘাই মেশিন দেখা যায়। সেই ঘাই মেশিনের মাধ্যমে তৈরি হয় রেশম সুতো। আর সেই সুতো বিক্রি করা হয় জেলা ও ভিন রাজ্যে। বাজারে এই রেশম সুতোর দাম প্রায় ৩২০০-৫২০০ টাকা প্রতি কেজি। মূলত মালদহ জেলার অর্থনীতি নির্ভর করে রেশম চাষ ও আম চাষের উপর। আর এবারে আম চাষের পর জেলার নিস্তারি রেশম কে জি.আই তকমা মেলায় আশায় বুক বেঁধেছেন রেশম চাষিরা।
advertisement

মালদহ জেলার অধিকাংশ এলাকায় রেশম চাষ লক্ষ করা যায়। রেশম চাষের জন্য কাঁচামাল অর্থাৎ তুঁত জমিতে চাষের পর গুটি তৈরি করা হয়। আর সেই গুটি থেকে ঘাই মেশিন দিয়ে তৈরি করা হয় রেশম সুতো। এই রেশম সুতো থেকেই তৈরি হয় উন্নত মানের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় ও নামী দামি কার্পেট যা দেশ-বিদেশে রফতানি করা হয়।

advertisement

আরও পড়ুন : রাতে ঘুমনোর আগে `এই ৪ জন’ এভাবে খান জাস্ট ২ টি লবঙ্গ! সকালে উঠেই দেখবেন সাফ এই সব কষ্ট

মালদহ জেলায় প্রায় ৬০ হাজার পরিবার এই রেশম চাষের সঙ্গে যুক্ত। জি.আই প্রাপ্ত নিস্তারি রেশম মূলত মালদহ জেলাতেই চাষ করা যায়। জেলায় নিস্তারি রেশম সুতোর চাহিদা অন্যান্য রেশম সুতো থেকে অনেক বেশি। নিস্তারি রেশমের গুটি মূলত মানিকচক ও গাজোল ব্লক এলাকায় চাষ করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

রাজ্যের প্রায় ৭০ শতাংশ রেশম চাষ হয় মালদহ জেলায়। জেলার অধিকাংশ অর্থনৈতিক অবস্থা নির্ভরশীল আম চাষ এবং রেশম চাষের উপর। জেলার রেশম চাষ বিশ্বের দরবারে জি.আই অর্থাৎ জিওগ্রাফিকাল ইন্ডিকেশন তকমা পাওয়ায় রেশম চাষের ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন অনেকে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Silk: পশমি জমিনে বোনা হয় রেশমি স্বপ্ন! GI Tag পেল মালদহের ঐতিহ্যবাহী সিল্ক ও রেশমচাষ শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল