মালদহ জেলার অধিকাংশ এলাকায় রেশম চাষ লক্ষ করা যায়। রেশম চাষের জন্য কাঁচামাল অর্থাৎ তুঁত জমিতে চাষের পর গুটি তৈরি করা হয়। আর সেই গুটি থেকে ঘাই মেশিন দিয়ে তৈরি করা হয় রেশম সুতো। এই রেশম সুতো থেকেই তৈরি হয় উন্নত মানের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় ও নামী দামি কার্পেট যা দেশ-বিদেশে রফতানি করা হয়।
advertisement
আরও পড়ুন : রাতে ঘুমনোর আগে `এই ৪ জন’ এভাবে খান জাস্ট ২ টি লবঙ্গ! সকালে উঠেই দেখবেন সাফ এই সব কষ্ট
মালদহ জেলায় প্রায় ৬০ হাজার পরিবার এই রেশম চাষের সঙ্গে যুক্ত। জি.আই প্রাপ্ত নিস্তারি রেশম মূলত মালদহ জেলাতেই চাষ করা যায়। জেলায় নিস্তারি রেশম সুতোর চাহিদা অন্যান্য রেশম সুতো থেকে অনেক বেশি। নিস্তারি রেশমের গুটি মূলত মানিকচক ও গাজোল ব্লক এলাকায় চাষ করা হয়।
রাজ্যের প্রায় ৭০ শতাংশ রেশম চাষ হয় মালদহ জেলায়। জেলার অধিকাংশ অর্থনৈতিক অবস্থা নির্ভরশীল আম চাষ এবং রেশম চাষের উপর। জেলার রেশম চাষ বিশ্বের দরবারে জি.আই অর্থাৎ জিওগ্রাফিকাল ইন্ডিকেশন তকমা পাওয়ায় রেশম চাষের ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন অনেকে।