TRENDING:

Fox Nuts: স্বল্প খরচে এড়াতে চান জটিল শারীরিক সমস্যা? নিয়মিত খান পদ্মবীজ

Last Updated:

ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেটস, প্রোটিনের অভাব পূরণ করে পদ্মবীজ৷ হাল্কা ঘিয়ে রোস্ট করে একমুঠো মাখানা রোজ সকালে খালি পেটে খান (health benefits of fox nuts)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পদ্মবীজকে বলা হয় ‘মাখানা’ বা ফক্স নাটস (makhana or fox nuts৷ সকালে খালি পেটে মাখানা খেলে স্বাস্থ্যের পক্ষে তা খুবই উপকারী৷ নিয়মিত এই রুটিন অনুসরণ করলে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে৷ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেটস, প্রোটিনের অভাব পূরণ করে পদ্মবীজ৷ হাল্কা ঘিয়ে রোস্ট করে একমুঠো মাখানা রোজ সকালে খালি পেটে খান (health benefits of fox nuts)৷
advertisement

মাখানায় গ্লাটেন থাকে না৷ সকালে মাখানা খেলে শরীরে কোলেস্টেরল, ফ্যাট, সোডিয়াম মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ রকতে শর্করার মাত্রা ঠিক রাখা মাখানা শরীরের হাড়কেও মজবুত করে৷

হাড় মজবুত

পদ্মবীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে৷ এতে হাড় মজবুত হয়৷ যদি হাড়ে যন্ত্রণা থাকে, তাহলে সকালে মাখানা খেলে উপকার৷ আর্থ্রাইটিসেও উপকার পাওয়া যায় মাখানায়৷

advertisement

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা পর্বে একাধিক সমস্যায় নারকেল তেল আশীর্বাদের মতো

অন্তঃসত্ত্বা অবস্থায়

অন্তঃসত্ত্বা অবস্থায় মাখানা সেবনে উপকার মা ও গর্ভস্থ শিশু, দু’জনেরই৷ বাদামের স্বাস্থ্যগুণ মাখানা থেকে পেতে পারেন হবু মায়েরা৷ এই সময়ে শারীরিক ক্লান্তি ও শ্রান্তিও দূর করে পদ্মবীজের স্বাস্থ্যগুণ৷

আরও পড়ুন : শীতে ফুটিফাটা ত্বক এড়াতে চান? রইল কিছু সহজ টিপস

advertisement

মধুমেহ নিয়ন্ত্রণে

সকালে খালি পেটে মাখানা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ ডায়াবেটিসের ক্ষেত্রে মাখানা স্বাস্থ্যকর খাবার৷

আরও পড়ুন : রোগা বলে হীনমন্যতা? স্বাস্থ্য বা স্বাদের সঙ্গে আপস না করেই এই পানীয়গুলির সাহায্যে ওজন বৃদ্ধি করুন সহজেই

সুস্থ হৃদযন্ত্র

পদ্মবীজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট৷ এর ফলে হৃদযন্ত্র স্বাভাবিক থাকে৷ নিয়ন্ত্রণে থাকে উচ্চরক্তচাপও৷

advertisement

ওজন হ্রাসে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদি আপনি ওজন কমাতে চান, তাহলে ডায়েটে রাখুন মাখানা৷ পদ্মবীজের ফ্যাট বার্নিং গুণ ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে৷ তাছাড়া এক বার খেলে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকার অনুভূতিও হয়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fox Nuts: স্বল্প খরচে এড়াতে চান জটিল শারীরিক সমস্যা? নিয়মিত খান পদ্মবীজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল