TRENDING:

Makeup Tips: নতুন বছরে ট্রেন্ড করবে ৭০ থেকে ৯০-এর দশকের এই মেকআপ, আপনি তৈরি তো?

Last Updated:

কখনও কখনও পুরনো ফ্যাশনই নতুন চেহারায় নতুন আঙ্গিকে হাজির হয়। ২০২৩ সালে তেমনটাই হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২২ প্রায় শেষ। হাতে গোনা আর কয়েক দিন বাকি। তারপরই নতুন বছর। শুরু হয়ে যাবে বর্ষবরণের উৎসব। বাজি পোড়ানো, পার্টি, পিকনিক আরও কত কী! এসবের জন্য প্রস্তুত থাকতে নিজেকে সাজাতে হবে যথাযথভাবে। মেকআপ কিট রাখতে হবে আপ টু ডেট।
Makeup Tips: new makeup trend will be trendy in 2023
Makeup Tips: new makeup trend will be trendy in 2023
advertisement

এখন প্রশ্ন হল, ২০২৩ সালে ট্রেন্ড করতে পারে কোন মেকআপ? লুক নিয়ে যে বিস্তর পরীক্ষানিরীক্ষা হবে তাতে কোনও সন্দেহ নেই। তবে প্ল্যাটিনাম চুল, সৃজনশীল নেইল আর্ট, চুলের স্টাইল এবং প্রাণবন্ত রঙের প্রসাধনীর চাহিদাই তুঙ্গে থাকবে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন - Healthy Lifestyle: এই শীতে হুড়মুড়িয়ে কমিয়ে ফেলুন বাড়তি ওজন, রইল ড্রিঙ্কসের রেসিপি

advertisement

ব্লাশ ড্রেপিং: কখনও কখনও পুরনো ফ্যাশনই নতুন চেহারায় নতুন আঙ্গিকে হাজির হয়। ২০২৩ সালে তেমনটাই হতে চলেছে। মেকআপের দুনিয়ায় ফিরতে পারে ৭০-এর দশকের ব্লাশ ড্রেপিং। প্রসাধনপ্রেমীদের কাছে ব্লাশ বরাবরই প্রিয়। এই ট্রেন্ড ফিকে হবার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। ব্লাশ ড্রেপিংয়ে দুগালে ছড়িয়ে থাকে উজ্জ্বল টোন। গালের হনুগুলোকে একরঙা ছাপ দেয়। সি শেপ ফিনিশের জন্য চোখের ক্রিজেও ব্লাশার দেওয়া যায়।

advertisement

আরও পড়ুন -  ফ্যান হো তো অ্যায়সা, আর্জেন্টিনা কাপ জিততেই দারুণ কাজ চপ বিক্রেতার

এমবেলিশড বিউটি: চোখে ঝিলমিল লেগে যাবে! নিজের চোখে নয়, অন্যের। চোখ জুড়ে কাচ বা রত্নপাথরের ঝলকানি, একটা সময় ট্রেন্ডিং ছিল। এমন সাজ ব্যক্তিত্বের লুকনো শেডকে সামনে এনে দেয়। চেহারায় দেয় উজ্জ্বলতার সূক্ষ স্পর্শ। এগুলোকে চোখের চারপাশে ফ্রেকেলস হিসেবে ব্যবহার করলেই সবচেয়ে আকর্ষণীয় লাগে। ঠোঁটে কনট্যুর করে চোখে গাঢ় আইলাইনার, ব্যস। চেহারায় মার্জিত ছাপ এনে দেবে।

advertisement

লোভনীয় সাইরেন আইজ: এই শীতে ট্রেন্ড করতে চলেছে সাইরেন আইজ। শীতল-টোনড লুকেই হবে বাজিমাত। মেকআপের দুনিয়ায় বিরাজ করবে স্মোকি আই। চোখ পটলচেরা হোক কিংবা খুদে, ডেমি ল্যাশের সঙ্গে তাই হয়ে ওঠে আকর্ষণীয়। খুব একটা মেকআপ করা হয়েছে বলে মনেও হয় না। লুককে আরও জবরদস্ত করতে নকল চোখের পাতা লাগানো যায়। সঙ্গে ঠোঁটে থাক গ্লসি লিপস্টিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

ফ্রস্টেড, গ্লসি লিপস: ৯০-এর দশকের গ্লসি লিপস ফিরে আসতে চলেছে ২০২৩-এ। আইকনিক ব্রাউন লিপ লাইনারে ঠোঁটকে এনে দেবে অন্যরকমের অনুভূতি। বাম এবং ঠোঁটের গ্লস ছাড়াও প্ল্যাম্পিং তেল ব্যবহার করা যায়। এটা ঠোঁটকে ময়েশ্চারাইজও রাখে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Makeup Tips: নতুন বছরে ট্রেন্ড করবে ৭০ থেকে ৯০-এর দশকের এই মেকআপ, আপনি তৈরি তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল