দুধ কিন্তু মেক আপ তুলে ফেলতে অব্যর্থ ৷ পাশপাশি ত্বকের উপকারও করে দুধ ৷ কথিত, মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা স্নান করতেন দুধে ৷ আপনি নয় মেক আপ রিমুভার হিসেবেই ব্যবহার করুন দুধ ৷ হোলমিল্কের প্রোটিন উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখে ৷ তুলোর বল দুধে ভিজিয়ে আলতো করে মুখে ঘষুন ৷ উঠে যাবে মেক আপ ৷ চোখের মেক আপও এভাবে তুলতে পারেন ৷ ত্বক তৈলাক্ত না হলে দুধের সঙ্গে মিশিয়ে নিন আমন্ড অয়েল বা অলিভ অয়েল ৷
advertisement
তুলোর বলে দিন বিশুদ্ধ মধু ৷ উপরে ছড়িয়ে দিন বেকিং সোডার আস্তরন ৷ তার পর ওই কটন বল দিয়ে মুখ পরিষ্কার করে নিন ৷ বেকিং সোডা ও মধুর মিশ্রণ দুর্দান্ত ক্লেঞ্জার এবং এক্সফলিয়েটর ৷ তবে জোরে জোরে ঘষবেন না ৷ বরং আলতো হাতে ঘষে নিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন ৷
আরও পড়ুন : রাতের খাবারের পর এক গ্লাস ঈষদুষ্ণ দুধ, অনিদ্রা সমস্যায় কেন এই ঘরোয়া টোটকা কার্যকর?
মেক আপ তোলার সবথেকে ভাল উপাদান হল নারকেল তেল ৷ তুলোর বল ভিজিয়ে নিন নারকেল তেলে ৷ তার পর সারা মুখে মালিশ করে অপেক্ষা করুন ১০ মিনিট ৷ এর পর মুখ খুব ভাল করে ধুয়ে নিন ৷ মুখের ত্বককে খুব ভাল করে ময়শ্চারাইজ করে নারকেল তেল ৷ তবে তৈলাক্ত ত্বক হলে মেক আপ রিমুভার হিসেবে নারকেল তেল ব্যবহার না করাই ভাল ৷
আরও পড়ুন : রান্না করুন এই পদ্ধতিতে, সাশ্রয় হবে সব দিক থেকেই
মিক্সিতে শশা পেস্ট করে নিন ৷ তার পর ওই মিশ্রণ ব্যবহার করুন মেক আপ রিমুভার হিসেবে ৷ প্রসাধনী তোলার পাশাপাশি ত্বকের খেয়ালও রাখবে এই রিমুভার ৷
মেক আপ তোলার জন্য ব্যবহার করতে পারেন স্টিম থেরাপিও ৷ প্রসাধনী তুলে ফেলার পাশাপাশি আপনার ত্বকের ওপেন পোরস-এর সমস্যাও দূর হবে বাষ্পের স্পর্শে ৷