আর ছবি তোলার জন্য দুর্দান্ত ডিজাইনের ক্লাসি সব পোশাক তো কেনা হয়েই গিয়েছে। আউটফিট তো না-হয় হল, কিন্তু মেক-আপ? কারণ মেক-আপ ছাড়া তো পারফেক্ট লুকটাই আসবে না! চিন্তা নেই! পারফেক্ট মেক-আপের জন্য কালারবার নিয়ে এসেছে দারুণ সুযোগ। আসলে এই মরশুমে নানা ধরনের প্রসাধন সামগ্রী নিয়ে এসেছে ওই সংস্থা। আর সেখানে থাকছে পার্সোনালাইজেশনের সুবিধাও। সেটা কী রকম? কালারবার এনেছে ‘মেক ইয়োর ওন লিপস্টিক’ পরিষেবা। যেখানে ক্রেতারা এক হাজারেরও বেশি শেডের লিপস্টিক থেকে নিজের পছন্দমতো শেড বেছে নিতে পারবেন! শুধু তা-ই নয়, নিজের মনপসন্দ শেডের লিপস্টিকে নিজের নাম, মোনোগ্রাম এবং মেসেজ খোদাই করিয়ে নিতে পারেন। তা-হলে আর দেরি কীসের? দেখে নেওয়া যাক, কালারবারের কোন কোন মেক-আপ সামগ্রী এই মরশুমে না-থাকলেই নয়!
advertisement
পাওয়ার কিস ভেগান ম্যাট লিপকালার:
উৎসবের দিনে ঠোঁট রাঙিয়ে তুলতে পারা যায় কালারবারের এই ভেগান লিক্যুইড লিপকালার দিয়ে। এটি ভিটামিন-ই এবং টি-ট্রি অয়েল সমৃদ্ধ। যা ঠোঁটকে হাইড্রেটেড তো রাখেই, সেই সঙ্গে পুষ্টিও জোগায়। আর জাস্ট এক স্ট্রোকেই কামাল করে দেয় এই লিপকালার। শুধু তা-ই নয়, কালারবারের এই লিপকালার স্মাজ-প্রুফ এবং এতে রয়েছে নন-স্টিকি কনসিসটেন্সি। আর যেহেতু এটা হাইলি পিগমেন্টেড ম্যাট লিপকালার, তাই বার বার অ্যাপ্লাই করার প্রয়োজনও হবে না। কালারবারের এই লিপকালার লাইটওয়েট আর নন-ট্রান্সফারেবল। রয়েছে এর ১৮টি আকর্ষণীয় কন্টেম্পোরারি রঙও। আর এত কিছু সুবিধা থাকলেও পকেটে কিন্তু খুব একটা চাপ পড়বে না! ক্রুয়েল্টি-ফ্রি এই রেঞ্জ ক্রেতারা পেয়ে যাবেন মাত্র ৪৯৯ টাকায়।
বেরি ব্লাশ আইশ্যাডো প্যালেট:
চোখ রাঙানোর জন্য বেছে নেওয়া যেতে পারে কালারবারের বেরি ব্লাশ আইশ্যাডো প্যালেট। বেরি রঙের বিভিন্ন শেড পেয়ে যাবেন এই আইশ্যাডো প্যালেটে। এই রেঞ্জের মধ্যে থাকবে বন্য এবং ফ্রিস্কি শিমারিং পিঙ্ক এবং ওয়ার্ম পিচ থেকে শুরু করে রেডিশ প্লাম এবং ডিপ বার্গেন্ডি শেড। সূক্ষ্ম এবং রিচ ফর্মুলার মাধ্যমে প্রস্তুত এই বেরি ব্লাশ প্যালেটে মিলবে ভেলভেটের মতো টেক্সচার। রিচ পিগমেন্টেড রঙ তো পাওয়া যাবেই, আর এটা অ্যাপ্লাই করাও খুব সহজ। কারণ মসৃণ ভাবেই এই আইশ্যাডো ব্লেন্ড হয়ে যায়। এর পাশাপাশি ওই প্যালেটে থাকবে ভেগান এবং ক্রুয়েল্টি-ফ্রি ডবল-এন্ডেড এক আইশ্যাডো ব্রাশও। আর সব মিলিয়ে দাম পড়বে মাত্র ২২০০ টাকা।
আরও পড়ুন- সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’
সিঁদুর:
উৎসবের মরশুমে সিঁথি রাঙিয়ে তুলতে পারেন বিবাহিতারা কালারবার সিঁদুরে। এর রিচ পিগমেন্টেড কালার বহুক্ষণ স্থায়ী হয়। আর স্মাজ তো করেই না, কিংবা দাগ হওয়ার সমস্যাও থাকে না! এই সিঁদুরে একটি লম্বা স্পঞ্জ টিপ থাকায় তা পরাটাও খুবই সহজ। সিঁথিতে সিঁদুরের শেপটাও ঠিকঠাক থাকে। মূলত লাল এবং মেরুন- এই দুটো রঙে পাওয়া যায় কালারবার সিঁদুর। আর দুটো রঙের সিঁদুর রাখলে আউটফিট এবং মেক-আপের সঙ্গে মানানসই শেড বেছে নিতেও সুবিধা হয়। কালারবারের এই সিঁদুরে কোনও রকম কৃত্রিম সুগন্ধ এবং প্যারাবেন ব্যবহার করা হয় না। এর দাম মাত্র ১৪৫ টাকা।
জাস্ট স্মোকি কাজল:
চোখে অতিনাটকীয়তার ছোঁয়া আনতে বেছে নেওয়া যেতে পারে কালারবারের এই কাজল। এতে পাওয়া যাবে হাই-পিগমেন্ট ম্যাট এবং স্মোকি ফিনিশের সুবিধা। কালারবারের জাস্ট স্মোকি কাজল এক বার লাগিয়ে নিলেই তা ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে। এই পেনসিল কাজলে থাকে কোমল ভেলভেটের মতো টেক্সচার, ফলে খুব সহজেই তা চোখের পাতার উপরে নিচে লাগিয়ে নেওয়া যেতে পারে। এখানেই শেষ নয়, এই পেনসিল কাজলে থাকছে একটা বিল্ট-ইন স্মাজারও। যার মাধ্যমে সহজেই স্মোকি আই এফেক্ট ক্রিয়েট করা সম্ভব। সব থেকে বড় কথা হল, এই কাজল ভীষণই লাইটওয়েট এবং ওয়াটার প্রুফও বটে। আর কালারবারের এই জাস্ট স্মোকি কাজলের মূল্য মাত্র ৬৯৫ টাকা।
সেক্সি টুসাম হাইলাইটার:
পুজোয় গ্ল্যামারাস ঝলমলে লুক না-এলে কি ভাল লাগে। আর তা পেতে গেলে কিনে নিতেই হবে কালারবারের সেক্সি টুসাম হাইলাইটার। আসলে অনেকেই ঝলমলে লুক চান, আবার কেউ কেউ ছিমছাম লুক চান। এই দুই ক্ষেত্রেই দারুণ কাজ করে টুসাম হাইলাইটার। আর এই জোড়া হাইলাইটার সহজে তো ব্যবহার করা যায়ই, সেই সঙ্গে স্কিনে আনে একটা শিয়ার এবং শিমারি এফেক্ট! যার ফলে স্কিনটা ঝলমলে দেখায় এবং এটা দীর্ঘক্ষণ স্থায়ীও হয়। সেই সঙ্গে এই হাইলাইটার স্কিনে আনে একটি সিল্কি ফিল, থাকে একটা এলিগ্যান্ট ফিনিশও। সবথেকে বড় কথা হল, কালারবারের এই হাইলাইটারের মূল্য খুব একটা বেশি নয়, মাত্র ৬৯৯ টাকা।