TRENDING:

Mahashivratri 2022: বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?

Last Updated:

Mahashivratri 2022:দেবাদিদেব খুব সামান্য আয়োজনেই সন্তুষ্ট৷ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় কী কী উপকরণ প্রয়োজন হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিবভক্তদের কাছে মহাশিবরাত্রি তিথি এবং ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই দিনে ভক্তরা উপবাস এবং ধ্যান করেন৷ সারা দিন ধরে উপবাস রাখার পর রাতে নির্দিষ্ট সময়ে শিবের মাথায় জল দিয়ে তবেই উপবাস ভাঙা যায়৷ এই দিন শিব পার্বতীর বিয়ের তিথি হিসেবেও পালন করা হয়৷ মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়৷ দেবাদিদেব খুব সামান্য আয়োজনেই সন্তুষ্ট৷ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় (Mahashivratri 2022) কী কী উপকরণ প্রয়োজন হয়-
মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়
মনে করা হয়, সব রীতিনীতি মেনে এদিন মহাদেবের পুজো করলে সব বাধাবিঘ্ন দূর হয়
advertisement

শিবলিঙ্গ বা মহাদেবের ছবি

বসে পুজো করার জন্য একটি আসন

প্রদীপ

সলতে

ঘণ্টা

কলস ও তামার পাত্র

পুজোর থালি

শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়

দেশলাই বাক্স

ধূপকাঠি

চন্দনবাটা

advertisement

ঘি

কর্পূর

সিঁদুর

বিল্বপত্র

বিভূতি

আকন্দফুল

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন

এই সামগ্রীগুলি রাখতেই হবে পুজো আরাধনায়৷ এ ছাড়াও আরও কিছু উপকরণ আছে, যেগুলিও রাখা যায়৷ সেগুলি হল-

advertisement

ছোট পাত্র

গোলাপজল

জায়ফল

আবির

ভাঙ

আরও পড়ুন :  শিবরাত্রির দীর্ঘ উপবাস ভঙ্গ করতে কেন সাবুমাখা খাবেন? জানুন সাবুর অশেষ গুণ

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷ যদি এক বার পুজো অর্পিত হয়, তাহলে চন্দনবাটা, দই, ঘি, মধু, চিনি, গোলাপজল দিয়ে পুজো করা যেতে পারে৷ যদি চার বার বা চার প্রহরে পুজো করা হয়, তাহলে জলাভিষেক হবে প্রথম প্রহরে৷ দ্বিতীয় প্রহরে দেওয়া হবে দই৷ তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে পুজো অর্চনা হবে মধু দিয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mahashivratri 2022: বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল