TRENDING:

Tajmahal like home :তাজমহলের আদলে বাড়ি তৈরি করে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের বাসিন্দার

Last Updated:

Tajmahal like home :তাজমহলের গঠনশৈলী বুঝতে পারার জন্য তাঁদেরও অনুরোধ করেন আনন্দ ও মঞ্জুষা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুরহানপুর : তাজমহলের আদলে বাড়ি (Tajmahal like home ) বানিয়ে স্ত্রীকে উপহার দিলেন মধ্যপ্রদেশের (MadhyaPradesh) বুরহানপুরের (Burhanpur) বাসিন্দা আনন্দপ্রকাশ চোকসি৷ পেশায় শিক্ষাবিদ আনন্দপ্রকাশ চারটি শোওয়ার ঘর বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছেন৷ উপহার দিয়েছেন তাঁর স্ত্রী মঞ্জুষাকে৷ বাড়ি তৈরি শুরুর আগে স্বামী-স্ত্রী দু’জনে আগ্রা গিয়েছিলেন৷ তাজমহলকে চাক্ষুষ দেখার জন্য৷ বিশ্বের অন্যতম সেরা এই বিস্ময়ের স্থাপত্যরীতি খুঁটিয়ে দেখেন চোকসি দম্পতি৷ ইঞ্জিনিয়াররাও ছিলেন তাঁদের সঙ্গে৷ তাজমহলের গঠনশৈলী বুঝতে পারার জন্য তাঁদেরও অনুরোধ করেন আনন্দ ও মঞ্জুষা৷
advertisement

আরও পড়ুন : চার পা-ই কেটে দিয়েছিল কেউ, কৃত্রিম অঙ্গ পেয়ে নতুন জীবনে ছোট্ট মনিকা

প্রথমে আনন্দপ্রকাশ ভেবেছিলেন ৮০ ফুট লম্বা বাড়ি তৈরি করবেন৷ কিন্তু অত উঁচু বাড়ির অনুমতি পাওয়া যায়নি৷ এর পরই তাজ মহলের রেপ্লিকার ইচ্ছে জন্ম নেয়৷ ইঞ্জিনিয়াররা থ্রিডি ইমেজ তৈরি করেন তাজ মহলের৷ তার পর তিন বছর ধরে বাড়িটির নির্মাণপর্ব চলে৷

advertisement

আরও পড়ুন : রাতে বেশি ক্ষণ ঘুমোন না? আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে

আনন্দপ্রকাশের ধারণা, তাঁর এই তাজমহল-বাড়ি পর্যটকদের আগ্রহের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে৷ নির্মাণকারী ইঞ্জিনিয়ার প্রবীণ চোকসি জানিয়েছেন, ‘‘মিনার-সহ বাড়িটি বিস্তৃত ৯০ বর্গমিটার জমি জুড়ে৷ মূল কাঠামোটি তৈরি করা হয়েছে ৬০ বর্গমিটার জায়গার উপর৷ স্থাপত্যের অন্যতম আকর্ষণ গম্বুজটি ২৯ ফুট উঁচু৷ বাড়ির প্রতি তলায় আছে দু’টি করে শোওয়ার ঘর৷ এ ছাড়াও বাড়িতে আছে রান্নাঘর, লাইব্রেরি এবং মেডিটেশন রুম৷’’

advertisement

আরও পড়ুন : নেটসিরিজে আসক্তি থেকে নিশাচর হয়ে পড়েছেন? এই অভ্যাস পাল্টাতে পারবেন তো?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাড়ি তৈরিতে যাতে কোনও খামতি বা ত্রুটি না থাকে তার জন্য ইঞ্জিনিয়ার প্রবীণ আগ্রা ছাড়াও গিয়েছিলেন ঔরঙ্গাবাদে৷ দেখেছিলেন ‘বিবি কা মকবারা’৷ ১৬৬০ খ্রিস্টাব্দে এই স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন তাঁর স্ত্রী দিলরস বানু বেগমের স্মৃতিতে৷ এই স্থাপত্যেই শায়িত দিলরসের সমাধি৷ তাজমহলের সঙ্গে বিবি কা মকবরার সাদৃশ্য লক্ষণীয়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tajmahal like home :তাজমহলের আদলে বাড়ি তৈরি করে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের বাসিন্দার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল