শরীর শুধু শরীর...
যৌন চাহিদাটা ব্যাপারটা স্বাভাবিক ৷ এ বিষয়টা কারও বেশি থাকে, কারও থাকে কম ৷ বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারটার কখনই প্রেমের সঙ্গে সম্পর্ক নেই ৷ তবে হ্যাঁ, এটা ছাড়া প্রেম প্রকাশটা একেবারেই অসম্ভব ৷
বিশেষজ্ঞরা বলছেন , এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন ৷ অনেকের কাছে ধোঁয়াশা থাকে, তাঁরা প্রেমে আছেন নাকি শুধু যৌনতাতেই আনন্দ খুঁজে পাচ্ছেন? কনফিউশন থাকলে, প্রথমে তা দূর করা উচিত ৷ দরকার পড়লে যৌনতা নিয়েও খোলাখুলি আলোচনা করা উচিত প্রিয় মানুষটির সঙ্গে ৷ যদি সত্যিই মানুষটির সঙ্গে আপনি ইমোশনালি যুক্ত না থাকেন, তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই উচিত ৷
advertisement
‘আমরা দু’জনে একসঙ্গে কল সেন্টারে চাকরি করতাম ৷ বন্ধুত্ব হয়, তারপর আমরা শুধুমাত্র যৌনতায় লিপ্ত হতাম ৷ তবে কিছুদিন যাওয়ার পর আমরা দু’জনে প্রেম অনুভব করি ৷ এখন আমরা একসঙ্গে থাকি !’ --রাজীব ও রীমা, কানপুর
আমার শুধু মন চাই...
এরকম অনেক সম্পর্কই রয়েছে, যেখানে প্রেমই সবার ওপরে সত্য, শরীর ব্যাপারটা আসে না৷ এই ধরনের সম্পর্কে যদি বিষয়টি এক তরফা হয়, তাহলেই গণ্ডগোল ৷ কেননা এর থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি ৷ অনেক সময়ই মনে হয় শরীর পছন্দ না হওয়ার কারণেই এমনটি সমস্যা ৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের সমস্যায় খোলাখুলি কথা বলাটা অত্যন্ত জরুরি ৷ সমস্যা থাকলে তার সমাধান রয়েছে ৷ তবে যদি এই বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি ঘটে তাহলে বিরক্তি না বাড়িয়ে মিউচিয়াল ব্রেকআপেই যাওয়া উচিত ৷ আর দু’ তরফেই এই অবস্থা থাকলে প্রেম করে যান জমিয়ে....