নেচার কমিউনিকেশনে প্রকাশিত এক গবেষণায়, গবেষকরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত গুরুতর শ্বাসতন্ত্রের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস পরবর্তী উপসর্গগুলিকে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে তুলনা করেছেন। ওমিক্রন সংক্রমণের পরে দীর্ঘমেয়াদী উপসর্গগুলি অন্যান্য কোভিড ভ্যারিয়েন্টগুলির সংক্রমণের মতোই কি না তা বোঝার জন্য হয়েছিল গবেষণা।
এসেছে ওমিক্রনের একাধিক সাব ভ্যারিয়েন্ট
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম ২০২১ সালের শেষের দিকে সনাক্ত করা হয়েছিল। তার পর থেকে, এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এর বেশ কয়েকটি সাব ভ্যারিয়েন্টে বিভক্ত হয়েছে, যেমন- BA.2, BA.5, B.Q.1, B.Q.1.1, BF.7 , XBB এবং XBB.1.5।
advertisement
খুশির বিষয় একটাই যে, বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, ওমিক্রন এবং এর সাব ভ্যারিয়েন্টগুলি, বেশিরভাগ অংশে, আগের রূপগুলির তুলনায় কম মারাত্মক সংক্রমণ ঘটায়। যাই হোক, দীর্ঘমেয়াদী কোভিড-এর সঙ্গে ওমিক্রনের সম্পর্ক কী? সেটা বোঝার জন্য গবেষণা চলছে। তবে এই ধরনের অবস্থা যা মানুষের স্বাস্থ্য এবং দৈনন্দিন কার্যকলাপকে প্রভাবিত করে, কখনও কখনও সেটা প্রাথমিক সংক্রমণের দু’ বছর পরেও দেখা যেতে পারে। দীর্ঘমেয়াদী কোভিডের সঙ্গে ওমিক্রনের সম্পর্ক সম্বন্ধে আরও জানতে তাই আমাদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন : ফুলকপি খেলেই গ্যাসে পেট ফুলে ফেঁপে জয়ঢাক? জানুন এর কারণ ও সমস্যার সমাধান
ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট এবং লং কোভিড
প্রথম ওমিক্রন ওয়েভের সময়, কিছু বিশেষজ্ঞ উল্লেখ করেছিলেন যে হালকা সংক্রমণ সত্ত্বেও, এই ভ্যারিয়েন্টটি এখনও দীর্ঘমেয়াদী কোভিড বা লং কোভিডের কারণ হয়ে উঠতে পারে।
২০২২ সালের জুন মাসে ব্রিটিশ গবেষকদের করা একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ওমিক্রন ভ্যারিয়েন্টটির ডেল্টার তুলনায় দীর্ঘমেয়াদী কোভিড উপসর্গ সৃষ্টি করার সম্ভাবনা কম বলে মনে হয়। যদিও এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ হবে যে, ৪১৩৬১ জন গবেষণায় অংশ গ্রহণকারী প্রাপ্তবয়স্ক যাঁরা একটি ফোন অ্যাপে তাঁদের কোভিড উপসর্গগুলি রিপোর্ট করেছেন, তাঁদের সবাইকে কিন্তু টিকা দেওয়া হয়েছিল।
লং কোভিডের লক্ষণ
দীর্ঘমেয়াদী উপসর্গযুক্ত রোগীরা ক্লান্তি, অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ, শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের অস্বাভাবিকতার মতো কিছু সমস্যা অনুভব করতে পারেন। কিছু লোক কেবল মাত্র একটিই উপসর্গ অনুভব করতে পারেন। আবার অন্যরা অনেক ক’টা উপসর্গের সংমিশ্রণ অনুভব করতে পারেন। লং কোভিড উপসর্গের পরিসর আসলে বিশাল এবং মনে করা হচ্ছে সেটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পরিবর্তিত হয়।
টিকা কি লং কোভিড ঝুঁকি কমাতে পারে?
২০২১ সালের শেষের দিকে ব্রিটেনের একটা গবেষণায় দেখা গিয়েছে যে, টিকাকরণ লং কোভিড হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষকরা দেখেছেন যে, যাঁরা কোভিড সংক্রমণের অন্তত দুই সপ্তাহ আগে শেষ কোভিড-নিরোধী ভ্যাকসিন শট গ্রহণ করেছেন, অন্তত ১২ সপ্তাহ পরে তাঁদের দীর্ঘমেয়াদী কোভিড লক্ষণগুলির বিকাশের ঝুঁকি প্রায় অর্ধেক ছিল।
বর্তমানে ওমিক্রন আক্রান্তের লক্ষণ
বর্তমান ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া লক্ষণগুলির মধ্যে রয়েছে: গলা ব্যথা, সর্দি, নাক বন্ধ, হাঁচি, কফ ছাড়া কাশি, কফ সহ কাশি, মাথা ব্যথা, গলার স্বর কর্কশ হয়ে যাওয়া, পেশি ব্যথা এবং গায়ে ব্যথা আর অবশ্যই গন্ধের অনুভূতি পাল্টে যাওয়া।
দৈনন্দিন জীবনে লং কোভিডের প্রভাব
সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসার পরে লক্ষণগুলি বিকাশের জন্য যে সময় লাগে তা পূর্ববর্তী রূপগুলির তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য অনেক কম। বিশেষজ্ঞরা বলছেন, সময়টা এক সপ্তাহ থেকে তিন দিন বা তারও কম।
দীর্ঘমেয়াদী উপসর্গযুক্ত রোগীরা তাঁদের প্রাথমিক কোভিড সংক্রমণের কয়েক মাস পরে ক্লান্তি, অনিয়মিত হার্টের ছন্দ এবং অন্যান্য সমস্যা অনুভব করতে পারেন। এটি মহামারীর প্রথম ওয়েভের সময়ও ঘটেছিল এবং তখন ডেল্টা ওয়েভ দীর্ঘমেয়াদী কোভিড সমস্যাগুলির দিকে নিয়ে যেতে থাকে।
দীর্ঘমেয়াদী কোভিড সম্পূর্ণরূপে জীবন পরিবর্তন করে দিতে পারে। কিছু লোকের ক্ষেত্রে উপসর্গগুলো সময়ের সঙ্গে সঙ্গে ভাল হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে লক্ষণগুলি একই রকম থাকে, এমনকী সময়ের সঙ্গে সঙ্গে খারাপ থেকে আরও খারাপ হতে পারে। দীর্ঘমেয়াদী কোভিড মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন, হতাশ এবং সর্বোপরি নিজেদের ভবিষ্যত সম্পর্কে অনিশ্চিত বোধ করাতে পারে। তাই সর্বদা সতর্ক থাকা দরকার এবং কোভিড বিধি মেনে চলা দরকার।