TRENDING:

কলার মাস্কেই মুশকিল আসান! ব্রণ-র দাগ দূর করতে নামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফল

Last Updated:

রুপচর্চাতে কলার গুণাগুণ জানলে অবাক হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলার পুষ্টিগুণ অনেক। কিন্তু শুধু শরীর সুস্থ  রাখতেই নয় রূপচর্চাতেও অত্যন্ত সাহায্য করে কলা। ত্বক ও চুল ভাল রাখতে কলার উপকার অপরিসীম। কলায় প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বক ও চুল ভাল রাখতে অত্যন্ত সাহায্য করে।
advertisement

ত্বক ও চুল ভাল রাখতে কলার ফেসপ্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। চাইলে পেস্ট করা কলায় সামান্য মধু ও লেবুও মেশানো যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক কলার ফেসপ্যাকের উপকারিতা-

আরও পড়ুন: ঘরোয়া হেয়ার মাস্কেই ম্যাজিক! চুল ঝরে পড়া বন্ধ করবে নিমেষেই, জানুন

শুষ্ক ত্বকের পরিচর্যায়- শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে কলার পেস্ট তৈরি করে তাতে মধু মেশাতে হবে। এবার এই মিশ্রণ ভাল করে মুখে লাগিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। এতে শুষ্ক ত্বকের সমস্যা সহজেই দূর করা যাবে।

advertisement

তৈলাক্ত ত্বকের যত্নে-  তৈলাক্ত ত্বকের জন্য কলার সঙ্গে পেঁপে ও শসা ভাল করে পেস্ট করে নিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। এতে তৈলাক্ত ত্বকের সমস্যা দূর হতে পারে।

আরও পড়ুন: ঘন, লম্বা ও কালো চুল পাবেন সহজেই, ব্যবহার করুন পান পাতার হেয়ার মাস্ক

ব্রণ দূর করতে- ত্বকে ব্রণ দূর করতে কলা, নিম পাতা ও কাঁচা হলুদের পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। এতে সহজেই ব্রণ দূর করা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মুখের দাগ-ছোপ দূর করুন- মুখের কালো দাগ ছোপ দূর করতে বেসন, কলার পেস্ট তৈরি করতে হবে এবং এতে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে হবে। এতে মুখের দাগ-ছোপ সহজেই দূর করা যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কলার মাস্কেই মুশকিল আসান! ব্রণ-র দাগ দূর করতে নামী ব্র্যান্ডকেও হার মানাবে এই ফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল