আসুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপাদান যা সহজেই ত্বক মশ্চারাইজ করতে পারে। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি গোড়ালি ফাটা খুব সহজেই দূর করতে পারে।
আরও পড়ুন: মা-ঠাকুমার টোটকাতেই ম্যাজিক! দুধে মেশান এই উপাদান, অনিদ্রা থেকে হাড়ের সমস্যা দূর হবে সহজেই, জানুন
এ ছাড়া এটি ত্বকের শুষ্কতাও সহজে দূর করে। এটি ব্যবহারের জন্য, গরম জলে এক কাপ মধু দিয়ে প্রায় ২০ মিনিট এই জলে পা ডুবিয়ে রাখতে হবে। এই পদ্ধতি মানলে খুব সহজেই পা ময়েশ্চারাইজ করা যাবে।
advertisement
কলাও একটি প্রাকৃতিক মশ্চারাইজার হিসাবে কাজ করে। ফাটা ত্বক ঠিক করতে ২টি পাকা কলা নিতে হবে। এই কলাগুলিকে ভাল করে ম্যাশ করে একটি পেস্ট তৈরি করতে হবে এবং গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণ পায়ে লাগাতে হবে।
২০ থেকে ২৫ মিনিট রাখার পর পা ধুয়ে ফেলতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ থেকে ৩ বার পায়ে নারকেল তেল লাগাতে হবে। এই তেল ত্বকের শুষ্কতা সহজেই দূর করতে পারে।
আরও পড়ুন: রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে চান? রোজ ডায়েটে রাখুন এই পানীয়, নিমেষেই দেখুন ম্যাজিক
একটি টবে গরম জল নিয়ে তাতে এক চামচ আপেল সাইডার ভিনিগার যোগ করতে হবে। এই জলে পা ২০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।
একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন গোড়ালিতে লাগাতে হবে। এর হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বক ফাটা সহজেই দূর করতে পারে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)