লো ব্লাড প্রেশারের ফলে নার্ভাসনেস, মাথা ঘোরা, মনোযোগ দিতে অক্ষমতা, দুর্বলতা এবং ক্লান্তির মতো লক্ষণগুলি দেখা যায়। লো ব্লাড প্রেশার এবং দুশ্চিন্তার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ও ঘরোয়া প্রতিকার সহায়ক হতে পারে।
আরও পড়ুন : মানসিক চাপ বাড়ছে ? অনায়াসেই মানসিক উদ্বেগ দূর করতে পারে এই সহজ অভ্যাস
advertisement
পর্যাপ্ত লবণ - "মেডিক্যাল নিউজ টুডে"-এর মতে, উচ্চ রক্তচাপে যেমন লবণ কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তেমনি কম রক্তচাপে বেশি লবণ খাওয়া উপকারী বলে মনে করা হয়। লবণে সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়ায় , তাই খাবারে অল্প পরিমাণে লবণ যোগ করলে রক্তচাপের মাত্রা বজায় থাকে।
প্রচুর জল খেতে হবে - ডিহাইড্রেশন রোধ করার পাশাপাশি প্রচুর জল পান করলে রক্তের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। এই অতিরিক্ত রক্তের ফলে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা রক্তচাপকে স্বাভাবিক করতে পারে।
আরও পড়ুন : শীত এলেই আর্থরাইটিস বাড়ে? জেনে নিন গাঁটের ব্যথা থেকে বাঁচার কিছু সহজ প্রতিকার
পর্যাপ্ত খাদ্য-
একসাথে অনেক খাবার খেলে পেটের পাশাপাশি হার্টেও প্রভাব পড়ে। এতে করে লো ব্লাড প্রেশারের সৃষ্টি হতে পারে। তাই অল্প অল্প খাবার খেতে হবে।
অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন-
অ্যালকোহল পান করা অনেক সমস্যার মূল, তার মধ্যে একটি হল লো ব্লাড প্রেশারের সমস্যা। রক্তচাপের মাত্রা কম হলে অ্যালকোহল থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা, অন্যথায় এই সমস্যা মারাত্মক রূপ নিতে পারে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)