শীত এলেই আর্থরাইটিস বাড়ে? জেনে নিন গাঁটের ব্যথা থেকে বাঁচার কিছু সহজ প্রতিকার

Last Updated:

Home remedies for arthritis in winter : শীতের সময় আর্থরাইটিসের সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাওয়া যায় না ।

#কলকাতা : শীত এলেই আর্থরাইটাসে ভোগেন এরকম মানুষের সংখ্যা কম নেই । ঠান্ডার মরশুম এলেই জয়েন্টের ব্যথা বাড়তে থাকে । সাধারণত ব্যায়াম, খাদ্যাভ্যাস , ওজন কমানো এবং পেইন কিলার খেয়ে ব্যথার কিছুটা উপশম হলেও শীতের সময় আর্থরাইটিসের সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাওয়া যায় না ।  জয়েন্টে ব্যথার কারণে হাঁটতে ও বসতে অসুবিধা হতে পারে। এর পাশাপাশি  পায়ে ফোলা ভাবও বাড়তে পারে।
শীতকালে রক্তনালী সরু হয়ে যাওয়ার ফলে  আর্থরাইটিসের সমস্যা বাড়ে ।  আর্থরাইটিস একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া কঠিন, তবে কিছু ঘরোয়া প্রতিকার অবশ্যই ব্যথার উপশম করতে পারে । আসুন জেনে নেওয়া যাক  আর্থরাইটিসের কিছু সহজ ঘরোয়া প্রতিকার -
advertisement
advertisement
গরম পোশাক - শীতে হাত, পা ও হাঁটু গরম রাখতে মোটা ও গরম পোশাক পরতে হবে । শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে  শরীর গরম রাখা খুবই জরুরি। শরীর গরম রাখতে গ্লাভস, মোজা এবং হাঁটুর ক্যাপ পরতে হবে ।
advertisement
জল- শীতের সময় মানুষ কম জল খায় ।  জল কম খাওয়ার কারণেই জয়েন্টে ব্যথার সৃষ্টি হয়।  আর্থরাইটিস থেকে মুক্তি পেতে গ্রীষ্মের মত শীতেও জল বেশি করে খেতে হবে ।
ওজন কমানো-শীতের  ফলে শরীর অলস হয়ে পড়ে ।  যার ফলে  ওজন বাড়তে থাকে । ওজন বাড়লেই  বাতের সমস্যা বাড়তে পারে। শীতকালেও শারীরিক পরিশ্রম চালিয়ে যাওয়া জরুরি। শরীর ফিট রাখতে হাঁটতে হবে । তাই আর্থরাইটিস থেকে বাঁচতে ওজন কমাতে হবে ।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীত এলেই আর্থরাইটিস বাড়ে? জেনে নিন গাঁটের ব্যথা থেকে বাঁচার কিছু সহজ প্রতিকার
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement